পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

স্পুটনিক ফাইভের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগে ছাড়পত্র - স্পুটনিক ফাইভ

"প্যানডেমিক মোকাবিলার জন্য আমরা একটি নিরাপদ এবং কার্যকরী ভ্যাকসিন আনতে বদ্ধপরিকর ।" জানালেন, ডাঃ রেড্ডির ল্যাবরেটরির কো-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জি ভি প্রসাদ ।

COVID Vaccine
প্রতীকী ছবি

By

Published : Oct 17, 2020, 6:46 PM IST

দিল্লি, 17 অক্টোবর : মানবদেহে স্পুটনিক ফাইভের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের জন্য ডাঃ রেড্ডির ল্যাবরেটরিকে অনুমতি দিল DGCI । ডাঃ রেড্ডির ল্যাবরেটরির তরফে জানানো হয়েছে, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)-এর সঙ্গে যৌথভাবে এই পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে ডাঃ রেড্ডির ল্যাবরেটরিগুলি ।

এই পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে ভ্যাকসিনের প্রয়োগ কতটা নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা বাড়াতে সক্ষম তা পরীক্ষা করে দেখা হবে । ডাঃ রেড্ডির ল্যাবরেটরির কো-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জি ভি প্রসাদ জানিয়েছেন, " ভারতে ক্লিনিকাল ট্রায়াল শুরু হওয়াটা একটি উল্লেখযোগ্য বিষয় । প্যানডেমিক মোকাবিলার জন্য আমরা একটি নিরাপদ এবং কার্যকরী ভ্যাকসিন আনতে বদ্ধপরিকর ।"

আরও পড়ুন : ভারতে স্পুটনিক ভি -র 100 মিলিয়ন ডোজ দেবে রাশিয়া

RDIF-এর CEO কিরিল দিমিত্রিভও ভারতীয় সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করার বিষয়ে যথেষ্ট সন্তোষ প্রকাশ করেছেন । তিনি জানিয়েছেন, রাশিয়ায় তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালের থেকে পাওয়া তথ্য আমরা ভারতে পরীক্ষামূলক প্রয়োগের কাজে ব্যবহার করব । এই তথ্য ভারতে স্পুটনিক ফাইভের ক্লিনিকাল ডেভেলপমেন্টকে আরও মজবুত করবে ।

গতমাসেই ডাঃ রেড্ডির ল্যাবরেটরি ও RDIF যৌথভাবে ভারতে স্পুটনিক ফাইভের পরীক্ষামূলক প্রয়োগ ও বণ্টনের জন্য চুক্তিবদ্ধ হয় । চুক্তি অনুযায়ী, ভারতের অনুমোদন সাপেক্ষে ভ্যাকসিনের 100 মিলিয়ন ডোজ় ডাঃ রেড্ডির ল্যাবরেটরিকে দেওয়ার কথা রয়েছে RDIF -এর ।

ABOUT THE AUTHOR

...view details