দিল্লি, 17 অক্টোবর : মানবদেহে স্পুটনিক ফাইভের দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের পরীক্ষামূলক প্রয়োগের জন্য ডাঃ রেড্ডির ল্যাবরেটরিকে অনুমতি দিল DGCI । ডাঃ রেড্ডির ল্যাবরেটরির তরফে জানানো হয়েছে, রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (RDIF)-এর সঙ্গে যৌথভাবে এই পরীক্ষামূলক প্রয়োগের অনুমতি পেয়েছে ডাঃ রেড্ডির ল্যাবরেটরিগুলি ।
এই পরীক্ষামূলক প্রয়োগের পর্যায়ে ভ্যাকসিনের প্রয়োগ কতটা নিরাপদ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা বাড়াতে সক্ষম তা পরীক্ষা করে দেখা হবে । ডাঃ রেড্ডির ল্যাবরেটরির কো-চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর জি ভি প্রসাদ জানিয়েছেন, " ভারতে ক্লিনিকাল ট্রায়াল শুরু হওয়াটা একটি উল্লেখযোগ্য বিষয় । প্যানডেমিক মোকাবিলার জন্য আমরা একটি নিরাপদ এবং কার্যকরী ভ্যাকসিন আনতে বদ্ধপরিকর ।"