পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা মুক্ত উত্তর-পূর্ব ভারতের 5 রাজ্য - delhi

আজ ভিডিয়ো কনফারেন্সে বৈঠকের পর উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যোন্নয়নের মন্ত্রী জানান, দেশের উত্তর-পূর্বের আট রাজ্যের মধ্যে পাঁচ রাজ্য কোরোনা মুক্ত । বাকি তিন রাজ্যে নতুন করে কেউ কোরোনা আক্রান্ত হননি ।

কোরোনা
কোরোনা

By

Published : Apr 27, 2020, 11:47 PM IST

দিল্লি, 27 এপ্রিল : উত্তর-পূর্ব ভারতের আটটি রাজ্যের মধ্যে পাঁচটি রাজ্য বর্তমানে কোরোনা মুক্ত । বাকি তিন রাজ্যে বিগত কয়েকদিনে নতুন করে কেউ কোরোনা আক্রান্ত হননি । আজ উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়নমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে এমনই জানানো হয় ।

আজ ভিডিয়ো কনফারেন্সে বৈঠকের পর একথা জানান উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যোন্নয়ন মন্ত্রী ডঃ জিতেন্দ্র সিং । তিনি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির বিভিন্ন দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে এই বৈঠক করেন ।

সংবাদমাধ্যমকে দেওয়া বিবৃতিতে জিতেন্দ্র সিং অনেকটাই স্বস্তি প্রকাশ করলেন । গত ছয় বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উত্তর-পূর্বের রাজ্যগুলি উন্নয়নের মডেল হিসেবে উঠে এসেছে । বর্তমানে কোরোনা পরিস্থিতিতেও কার্যকর, পরিশ্রমী ও নিয়ম মেনে স্বাস্থ্য পরিচালনার ক্ষেত্রেও নিজেদের তুলে ধরেছে উত্তর-পূর্ব ভারতের এই আট রাজ্য ।

জিতেন্দ্র সিং বলেন, উত্তর-পূর্ব ভারতের পাঁচ রাজ্য সম্পূর্ণ কোরোনামুক্ত । এই রাজ্যগুলি হল সিকিম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মণিপুর ও ত্রিপুরা । বাকি তিনটি রাজ্য অসম, মেঘালয় ও মিজ়োরামে যথাক্রমে আট, 11 ও একজন কোরোনা আক্রান্ত হয়েছেন । তাঁরাও খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে । গতরাত পর্যন্ত নতুন করে কেউ কোরোনা আক্রান্ত হয়নি । উত্তর পূর্বাঞ্চলের এই রাজ্যগুলির সরকার, রাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের ও উত্তর-পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের আধিকারিকদের এত সুন্দরভাবে পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য অভিনন্দন জানান তিনি ।

মিজ়োরাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ ও মণিপুরের তরফে আজ কোরোনা চিকিৎসায় স্বাস্থ্য বিষয়ক কিছু প্রকল্পের কথা জানানো হয় । সেই প্রস্তাব পেয়েছেন বলেও জানান জিতেন্দ্র সিং । এই প্রকল্পগুলির সঙ্গে উন্নত স্বাস্থ্যপরিষেবারও কথা জানিয়েছে রাজ্যগুলি । গুরুত্ব অনুযায়ী এই প্রকল্পগুলির কাজ করা হবে বলে জানান জিতেন্দ্র সিং ।

ABOUT THE AUTHOR

...view details