পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

তাবলিগি জামাতের কারণে 4 দিনে দ্বিগুণ সংক্রমণ

বর্তমানে সংক্রমিতের সংখ্যা 4.1 দিনে দ্বিগুণ হয়ে উঠছে । তাবলিগি জামাতের কারণে যে সংক্রমণের ঘটনাগুলি ঘটেছে, তা না ঘটলে 7.4 দিনে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হত ।

ছবি
ছবি

By

Published : Apr 5, 2020, 8:38 PM IST

দিল্লি, 5 এপ্রিল : চারদিনের কিছু বেশি সময়েই দ্বিগুণ হয়েছে সংক্রমিতের সংখ্যা । তাবলিগি জামাতের ওই সমাবেশের পর থেকেই সংক্রমণের গতি বাড়িয়েছে ভাইরাস । নিজ়ামউদ্দিনের ওই ঘটনা না হলে প্রায় সাড়ে সাতদিনে সংক্রমণ দ্বিগুণ হবে বলে অনুমান করা হচ্ছিল । কিন্তু নিজ়ামউদ্দিনের ঘটনায় চারদিনেই সংক্রমিতের সংখ্যা দ্বিগুণে পৌঁছেছে । স্বাস্থ্যমন্ত্রকের তরফে আজ এমনই জানানো হয়েছে ।

স্বাস্থ্যমন্ত্রকের যুগ্মসচিব লব আগরওয়াল আজ সাংবাদিক বৈঠকে জানালেন, "বর্তমানে সংক্রমিতের সংখ্যা 4.1 দিনে দ্বিগুণ হয়ে উঠছে । তাবলিগি জামাতের কারণে যে সংক্রমণের ঘটনাগুলি ঘটেছে, তা না ঘটলে 7.4 দিনে সংক্রমিতের সংখ্যা দ্বিগুণ হত ।"

গতকালই সাংবাদিক বৈঠক করার সময় লব আগরওয়াল নিজ়ামউদ্দিন প্রসঙ্গে জানিয়েছিলেন, দেশে এখনও পর্যন্ত যে সংখ্যক মানুষের শরীরে ভাইরাসের হদিস মিলেছে, তার 30 শতাংশই হয়েছে নির্দিষ্ট একটি এলাকা থেকে ।

তিনি আরও বলেছেন, স্বাস্থ্য পরিষেবা ও ওষুধের সরবরাহ যাতে কোনওভাবে ব্যাহত না হয় সেইদিকে সবসময় নজর রাখছেন মন্ত্রিসভার সচিব । এই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠকও হয়েছে বলে জানান লব আগরওয়াল ।

শেষ 24 ঘণ্টায় নতুন করে 500 জনেরও বেশি মানুষের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে প্রকাশিত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দেশে বর্তমানে মোট সংক্রমিতের সংখ্যা 3577 ৷ এখনও পর্যন্ত মারা গেছে 83 জন ৷ পাশাপাশি সুস্থও হয়ে উঠেছে অনেক সংক্রমিত ৷ তবে সেই সংখ্যাটা সংক্রমিতের সংখ্যার তুলনায় অনেকটাই কম ৷ দেশে এখনও পর্যন্ত 274 জন, যাদের শরীরে ভাইরাসের হদিস মিলেছিল, ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৷ অন্যদিকে, এই মুহূর্তে দেশে 3219 জন মানুষ ভাইরাসে সংক্রমিত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details