দিল্লি,২ জুন : খারিফ শস্যে কেন্দ্রেরন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে নিয়ে চড়াও হল কংগ্রেস। মঙ্গলবারকংগ্রেসের পক্ষ থেকে বলা হয়,কৃষকরা লকডাউন,পঙ্গপালের হানা ও ঘুর্ণিঝড়ের মতোবিপদের মুখে পড়েছেন।
কংগ্রেসনেতা আহমেদ পটেল বলেন,যদিকেন্দ্রীয় সরকারের কৃষকদের প্রতি এমনই আচরণ চলতে থাকে,তাহলে2022-র মধ্যে কৃষি ক্ষেত্রে দ্বিগুণ আয়েরপ্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারের আরেকটি‘জুমলা’য় পরিণত হবে।