পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

2022-র মধ্যে কৃষিতে দ্বিগুণ আয়, কেন্দ্রের নতুন 'জুমলা' : আহমেদ পটেল - আহমেদ পটেল

কেন্দ্রীয় সরকারের খারিফ শস্যে নতুন সহায়ক মূল্যের দ্বারা কোনরকম সহায়তা হবে না কৃষকদের, বললেন কংগ্রেস নেতা আহমেদ পটেল।

কেন্দ্রকে কটাক্ষ আহমেদ পাটেলের
কেন্দ্রকে কটাক্ষ আহমেদ পাটেলের

By

Published : Jun 2, 2020, 8:02 PM IST

দিল্লি,২ জুন : খারিফ শস্যে কেন্দ্রেরন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির সিদ্ধান্তকে নিয়ে চড়াও হল কংগ্রেস। মঙ্গলবারকংগ্রেসের পক্ষ থেকে বলা হয়,কৃষকরা লকডাউন,পঙ্গপালের হানা ও ঘুর্ণিঝড়ের মতোবিপদের মুখে পড়েছেন।

কংগ্রেসনেতা আহমেদ পটেল বলেন,যদিকেন্দ্রীয় সরকারের কৃষকদের প্রতি এমনই আচরণ চলতে থাকে,তাহলে2022-র মধ্যে কৃষি ক্ষেত্রে দ্বিগুণ আয়েরপ্রতিশ্রুতি কেন্দ্রীয় সরকারের আরেকটিজুমলায় পরিণত হবে।

কংগ্রেসনেতা আরও বলেন,লাভ তোদূরের কথা কেন্দ্রীয় সরকারের এই ন্যূনতম সহায়ক মূল্যের দ্বারা কৃষকরা তাঁদেরক্ষয়ক্ষতির দামও পাবেন না।

সোমবারমন্ত্রিসভার বৈঠকের পর2020-21অর্থবর্ষেখারিফ শস্যের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধির ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি। এরপরেই প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের সমালোচনা করেন কংগ্রেস নেতা আহমেদপটেল


ABOUT THE AUTHOR

...view details