দিল্লি, 21 এপ্রিল : বেশ কয়েকটি রাজ্য থেকে ইতিমধ্যেই র্যাপিড টেস্টিং কিটের ব্যবহার নিয়ে নানা অভিযোগ আসছিল । আজ সেই অভিযোগের ভিত্তিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ(ICMR) জানিয়ে দিল, আপাতত দু'দিনের জন্য রাজ্যগুলিতে এই র্যাপিড টেস্টিং কিটের ব্যবহার বন্ধ রাখা হোক ।
দিনকয়েক আগেই ICMR-র তরফে জানিয়ে দেওয়া হয়, হটস্পট এলাকাগুলিতে প্রত্যেক বাসিন্দারই নমুনা পরীক্ষা করা হবে । তারপর কেন্দ্রীয় সরকারের তরফে রাজ্যগুলির মধ্যে র্যাপিড টেস্টিং কিট বিতরণ করা হয় । কিন্তু র্যাপিড টেস্টিং কিট হাতে পাওয়ার পর বেশ কয়েকটি রাজ্য এর কার্যক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে । আজই এই নতুন কিট দ্বারা পরীক্ষা করার কাজ বন্ধ করে দেয় রাজস্থান । রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়, এই কিট যথাযথ নয়। এতে পরীক্ষার পর যে ফল আসছে তাও কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন রয়েছে ।