পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"অন্নদাতারা যেন অভুক্ত না থাকেন", বিল ফেরাতে রাষ্ট্রপতিকে অনুরোধ সুখবীরের - সংসদের বাদল অধিবেশন

বিলগুলি যাতে পুনর্বিবেচনার জন্য রাজ্যসভায় পাঠানো হয়, রাষ্ট্রপতির কাছে সেই আবেদন করেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল ।

কৃষি বিল সংক্রান্ত খবর
কৃষি বিল সংক্রান্ত খবর

By

Published : Sep 20, 2020, 7:12 PM IST

চণ্ডীগড়, 20 সেপ্টেম্বর : রাজ্যসভায় পাশ হওয়া কৃষি সংক্রান্ত বিলগুলিতে সম্মতি না দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন করলেন শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল । বিলগুলি যাতে পুনর্বিবেচনার জন্য রাজ্যসভায় পাঠানো হয়, সেই আবেদন করেন তিনি । এই বিল পাশ হওয়া গণতন্ত্রের জন্য ও গোটা দেশবাসীর জন্য অত্যন্ত নিরাশাজনক একটি দিন ।

অকালি দলের সুপ্রিমোর কথায়, গণতন্ত্র মানে আলোচনা । সংখ্যাগরিষ্ঠতার মত জোর করে চাপিয়ে দেওয়া নয় । কেন্দ্রের প্রস্তাবিত বিতর্কিত কৃষি বিলগুলির তিনটি মধ্যে দুটি আজ রাজ্যসভায় পাশ হয়ে যায় । এরপরেই সুখবীর সিংয়ের তরফে এই প্রতিক্রিয়া আসে ।

সংবিধান মতে, সংসদ কর্তৃক কোনও বিল পাশ হওয়ার পরেও রাষ্ট্রপতি সেই বিলে সম্মতি না দিয়ে সেটিকে পুনর্বিবেচনা করার জন্য ফেরত পাঠাতে পারেন । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে কৃষক, কৃষিমজুর, আড়তদার, মান্ডিতে কর্মরত শ্রমিক ও দলিতদের পাশে দাঁড়ানোর জন্য আবেদন করেছেন তিনি । বলেন, “অন্নদাতারা (কৃষকরা) যেন অভুক্ত না থাকেন, রাস্তায় না ঘুমান । দয়া করে তাঁদের হয়ে সরকারের সঙ্গে আলোচনা করুন । নাহলে তাঁরা আমাদের ক্ষমা করবেন না ।"

আরও পড়ুন : "বিভ্রান্ত হবেন না" কৃষকদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর

কেন্দ্রের অবশ্য দাবি এই বিলে কৃষকদের স্বার্থের পরিপন্থী এমন কিছুই নেই । প্রধানমন্ত্রী কৃষকদের কাছে আবেদন করেছেন, "সরকারি সংস্থাগুলি কৃষকদের থেকে চাল, গম ও অন্যান্য ফসল আর কিনবে না বলে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে । এটা সম্পূর্ণ মিথ্যা । নিজস্ব স্বার্থে কৃষকদের ভুল পথে চালানোর চেষ্টা করা হচ্ছে । আমি দেশের সকল কৃষকের কাছে আবেদন করছি, যাঁরা কৃষি সংক্রান্ত বিষয়ে এই ধরনের ভুল বার্তা ছড়াচ্ছে, তাঁদের বিষয়ে সচেতন হোন । যাঁরা আপনাদের ভুল পথে চালিত করতে চাইছে, বা প্ররোচিত করতে চাইছে, তাঁদের বিষয়ে সচেতন হোন । তাঁরা শুধু আপনাদের দুর্দশায় ফেলতে চাইছে ।"

এদিকে কৃষি বিল বিরোধী প্রতিবাদ ক্রমেই বাড়ছে পঞ্জাব, হরিয়ানাসহ অন্যান্য রাজ্যগুলিকে । একাধিক এলাকায় প্রতিবাদে পথে নেমেছেন কৃষকরা ।

ABOUT THE AUTHOR

...view details