পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আতঙ্ক নয়, বিশাখাপটনম গ্যাস দুর্ঘটনায় সাধারণ মানুষকে অনুরোধ পুলিশ কমিশনার - Vizag Police Commissioner

বিশাখাপটনমের পুলিশ কমিশনার আর কে মিনা এই বিষয়ে বলেন, “শুধুমাত্র সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ঘটনাস্থানের দুই কিলোমিটার এলাকার মানুষকে জায়গা ফাঁকা করতে বলা হয়েছে । তার থেকে বেশি দূরত্বে বসবাসকারী মানুষের ঘর থেকে বেরিয়ে আসার বা এলাকা ফাঁকা করার কোনও প্রয়োজন নেই । অযথা আতঙ্কিত হবেন না ।”

Vizag
বিশখাপটনম গ্যাস দুর্ঘটনা

By

Published : May 8, 2020, 10:54 AM IST

বিশাখাপটনম, 8মে : বিশাখাপটনম গ্যাস দুর্ঘটনায় বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হবেন না৷ সাধারণের কাছে অনুরোধ বিশাখাপটনম পুলিশ কমিশনারের । নিরাপত্তার খাতিরেই শুধুমাত্র ঘটনাস্থান থেকে দুই কিলোমিটার এলাকা ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে আর কে মিনা জানান ।

বিশাখাপটনমের পুলিশ কমিশনার আর কে মিনা এই বিষয়ে বলেন, “শুধুমাত্র সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ঘটনাস্থানের দুই কিলোমিটার এলাকার মানুষকে জায়গা ফাঁকা করতে বলা হয়েছে । তার থেকে বেশি দূরত্বে বসবাসকারী মানুষের ঘর থেকে বেরিয়ে আসার বা এলাকা ফাঁকা করার কোনও প্রয়োজন নেই । অযথা আতঙ্কিত হবেন না ।”

গ্যাস লিকেজ নিয়ে ছড়িয়ে পড়া ভুল তথ্য বা মিথ্যে খবরে বিশ্বাস করতেও না করন আর কে মিনা । পরিস্থিতির কথা মাথায় রেখেই বিবেচনা করে সিদ্ধান্ত নিতে বলেন তিনি ।

গতকাল আর আর ভেঙ্কটাপুরামের এল জি পলিমার কারখানার রাসায়নিক কারখানায় গ্যাস লিক হয়ে যায় । এই দুর্ঘটনায় এক শিশু-সহ 11 জনের মৃত্যু হয় । প্রায় 200 জনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । অসুস্থ 5000 মানুষ । গ্যাসের তীব্রতা এতটাই ছিল যে তা ছড়িয়ে পড়তেই রাস্তায় কিছু লোক অজ্ঞান হয়ে পড়েন । অনেকের চোখে জ্বালা করতে থাকে । কয়েকজনের শ্বাসকষ্টের সমস্যা হয়। প্রত্যেককে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

ABOUT THE AUTHOR

...view details