বিশাখাপটনম, 8মে : বিশাখাপটনম গ্যাস দুর্ঘটনায় বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্কিত হবেন না৷ সাধারণের কাছে অনুরোধ বিশাখাপটনম পুলিশ কমিশনারের । নিরাপত্তার খাতিরেই শুধুমাত্র ঘটনাস্থান থেকে দুই কিলোমিটার এলাকা ফাঁকা করার নির্দেশ দেওয়া হয়েছে বলে আর কে মিনা জানান ।
বিশাখাপটনমের পুলিশ কমিশনার আর কে মিনা এই বিষয়ে বলেন, “শুধুমাত্র সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে ঘটনাস্থানের দুই কিলোমিটার এলাকার মানুষকে জায়গা ফাঁকা করতে বলা হয়েছে । তার থেকে বেশি দূরত্বে বসবাসকারী মানুষের ঘর থেকে বেরিয়ে আসার বা এলাকা ফাঁকা করার কোনও প্রয়োজন নেই । অযথা আতঙ্কিত হবেন না ।”