পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বালাকোট অভিযান সম্পর্কে বেশি কিছু জানি না : সানি দেওল

পাকিস্তানের বালাকোটে ভারতের অভিযান নিয়ে তিনি বেশি কিছু জানেন না । জানেন না ভারত-পাকিস্তান সম্পর্ক নিয়েও । বললেন সানি দেওল ।

সানি দেওল

By

Published : May 7, 2019, 9:49 AM IST

গুরদাসপুর (পঞ্জাব), 7 মে : "বালাকোট অভিযান সম্পর্কে আমি বেশি কিছু জানি না । পাকিস্তানের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্কেও বেশি কিছু জানি না । আমি এখানে থেকে মানুষের সেবা করব । যদি আমি ভোটে জিতি তাহলে আমার এবিষয়ে একটা মতামত তৈরি হবে । এই মুহূর্তে আমার কোনও মতামত নেই ।" পাকিস্তানের বালাকোটে ভারতের অভিযান নিয়ে এই মন্তব্য করলেন BJP প্রার্থী সানি দেওল ।

সম্প্রতি BJP-তে যোগ দেন অভিনেতা সানি। দলের তরফে তাঁকে পঞ্জাবের গুরদাসপুরের প্রার্থী ঘোষণা করা হয় । বালাকোট অভিযান নিয়ে তিনি বলেন, "সিনেমা ভিন্ন বিষয় । এটা সিনেমা নয়, বাস্তব জীবন । আমি সবসময় ইতিবাচক ভূমিকায় অভিনয় করেছি । আমার আবেগটাও একই রকম ।"

গতকাল গুরদাসপুরে রোড শো করেন সানি । তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, "শেষ পাঁচ বছর মোদিজি দারুণ কাজ করেছেন । আমি ওর এই ভালো কাজের সঙ্গী হতে চাই ।"

ABOUT THE AUTHOR

...view details