দিল্লি, 27 মে : লোকসভা ভোটে বিপুল জয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানালেন নরেন্দ্র মোদি । তাঁর উপর বিশ্বাস রাখার জন্য বারাণসীর মানুষকে ধন্যবাদ জানাতেই এই সফর । তবে বারাণসী যাওয়ার পথে কাশী বিশ্বনাথ মন্দিরে যান তিনি ।
সকাল 10.52 মিনিটে মোদি কাশী বিশ্বনাথ মন্দিরে এসে পৌঁছান । তাঁর সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । রীতিমতো সমস্ত আচার-অনুষ্ঠান মেনে বিশ্বনাথের পুজো দেন । সকাল 11.17 মিনিট নাগাদ মন্দির ছেড়ে পণ্ডিত দীনদয়াল হস্তকলা অ্যাকাডেমির উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী ।