দিল্লি, 19 জুলাই : "লোকসভায় বাংলার মার্কেটিং করবেন না ৷" আজ সংসদভবনে প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এই বার্তা দিলেন অধ্যক্ষ ওম বিড়লা ৷
আজ লোকসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকারের একটি স্বাস্থ্য স্কিমের উপর বিশেষভাবে আলোকপাত করেন ৷ তিনি বলেন, "পশ্চিমবঙ্গ সরকারের তৈরি এই স্কিম মোদি সরকারের আয়ুষ্মান যোজনার থেকে অনেক ভালো ৷" ঠিক সেসময় অধ্যক্ষ ওম বিড়লা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে থামিয়ে দেন । তৃণমূল সাংসদের উদ্দেশে তিনি বলেন, "লোকসভায় বাংলার হয়ে মার্কেটিং করবেন না "৷ স্পিকার একথা বললেও থামেননি সুদীপবাবু । তারপরও ওই স্বাস্থ্য স্কিম নিয়ে বলতে থাকেন তিনি ৷