পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গার্হস্থ্য হিংসারই সবথেকে বেশি শিকার মহিলারা - মহিলাদের উপর পারিবারিক হিংসা

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরোর রিপোর্টে শীর্ষে রয়েছে মহিলাদের উপর পারিবারিক হিংসা। নথিভুক্ত হওয়া মোট মামলার মধ্যে 31.9 শতাংশ এমন মামলা যেখানে স্বামী ও আত্মীয়-পরিজনদের বিরুদ্ধেই মেয়েদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে।

ছবি
ছবি

By

Published : Jan 9, 2020, 11:12 PM IST

দিল্লি, 9 জানুয়ারি : 2018 সালে মহিলাদের উপর হিংসার অপরাধের ক্ষেত্রে শীর্ষে রয়েছে পারিবারিক হিংসা । আজ ক্রাইমস ইন ইন্ডিয়া- 2018-র একটি রিপোর্টে এই তথ্য সামনে এনেছে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস বিউরো। সেখানে জানানো হয়েছে, 2018 সালে মহিলাদের উপর পারিবারিক হিংসার ঘটনায় সর্বাধিক মামলা নথিভুক্ত হয়েছে ।

পরিসংখ্যান বলছে, নথিভুক্ত হওয়া মোট মামলার মধ্যে 31.9 শতাংশ এমন মামলা যেখানে স্বামী ও আত্মীয়-পরিজনদের বিরুদ্ধেই মেয়েদের উপর অত্যাচারের অভিযোগ রয়েছে। 2018 সালে দেশজুড়ে মোট 89,097টি মামলা নথিভুক্ত হয়েছে। সেই জায়গায় 2017 সালে 86,001 টি মামলা নথিভুক্ত হয়েছিল। এই থেকে একটি বিষয় পরিষ্কার যে, পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি। 2017 সালে প্রতি এক লাখ মহিলায় অপরাধের হার ছিল 57.9 শতাংশ । 2018 সালে এই হার ছিল 58.8 শতাংশ।

ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী, মহিলাদের বিরুদ্ধে হিংসার যে মামলা দায়ের হয়েছে, তার মধ্যে অধিকাংশ ক্ষেত্রেই স্বামী বা আত্মীয়-পরিজনদের অত্যাচারের শিকার হয়েছেন মহিলারা । এই ধরনের অপরাধের হার 31.9 শতাংশ । সম্মানবোধে আঘাত করার অভিপ্রায়ে মহিলাদের উপর আক্রমণ সংক্রান্ত মামলার হার 27.6 শতাংশ । মহিলাদের অপহরণ সংক্রান্ত মামলার হার 22.5 শতাংশ । সমস্ত অপরাধের ঘটনা মিলিয়ে মোট ধর্ষণের হার 10.3 শতাংশ।

2018 সালে 50,74,634 টি বিচারযোগ্য অপরাধ, ভারতীয় দণ্ডবিধির ধারা অনুযায়ী 31,32,954 টি অপরাধ ও 19,41,680টি বিশেষ ও স্থানীয় আইনে অন্তর্ভুক্ত মামলা নথিভুক্ত হয়েছিল।

2018 সালে, 2017 সালের তুলনায় অপরাধ নথিভুক্ত হওয়ার মাত্রা বেড়েছে । এর পরিমাণ 1.3 শতাংশ । 2017 সালের তুলনায় প্রতি লাখ জনসংখ্যায় অপরাধের হার কমেছে 2018 সালে । 2017 সালে প্রতি লাখে অপরাধের হার ছিল 388.6 । 2018 সালে তা হয়েছে 383.5 শতাংশ।

ABOUT THE AUTHOR

...view details