পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুকুরকে বাইকে বেঁধে 1 কিলোমিটার টেনে নিয়ে গেল 2 যুবক ! - dog dragged for 1 kilometwer in Aurngabad

ফের পশু নির্যাতনের ঘটনায় তোলপাড় সোশাল মিডিয়া। এবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুই যুবক বাইকে করে যাচ্ছে এবং একটি কুকুরকে দেড়ি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে।

ঔরঙ্গাবাদে পশু নির্যাতন
টেনে নিয়ে যাওয়া হচ্ছে কুকুরটিকে

By

Published : Jun 7, 2020, 2:23 PM IST

ঔরঙ্গাবাদ,7 জুন : কেরলে একটি গর্ভবতী হাতিকে নির্মমভাবে হত্যার পর এবার একটি কুকুরের উপর অত্যাচারের ভিডিয়ো ভাইরাল হল সোশাল মিডিয়ায়। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, একটি বাইকে করে যাচ্ছে দুই যুবক। পিছনের যুবকটি একটি কুকুরকে দড়ি দিয়ে বেঁধে রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাচ্ছে এবং কুকুরটি কুকুরটি যন্ত্রণায় চিৎকার করছে। এই ভাবে কুকুরটিকে এক কিলোমিটার টেনে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ।

এই ঘটনাটি এক ব্যক্তি মোবাইলে ভিডিয়ো করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। এরপর 14 সেকেন্ডের ভিডিয়োটি ভাইরাল হতেই সোশাল মিডিয়ায় পশুপ্রেমীরা গর্জে উঠেন। পশুপ্রেমী পুষ্কর শিণ্ডে, অনুজ ধুপ্পাদ, অমৃতা দৌলতাবাদকর, পূর্ণিমা পাঞ্জাবি সহ অনেকে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তদের বিরুদ্ধে পশু নির্যাতনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালাচ্ছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details