পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অনুপ্রবেশ করেছিল চিনের সেনা ? প্রতিরক্ষা মন্ত্রকের সাইট থেকে উধাও নথি - India China Standoff

লাদাখের সীমান্ত সংঘর্ষে চিনের সেনা যে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল, তার প্রমাণ হিসেবে এটিই প্রথম সরকারি নথি । এরপর জল্পনা আরও বাড়ে যখন আজ সকালে দেখা যায়, ওই লিঙ্কে ক্লিক করার পরেও কোনও কাজ করছে না ।

ocument Admitting Chinese Intrusions Vanishes
ফাইল ছবি

By

Published : Aug 6, 2020, 8:05 PM IST

Updated : Aug 6, 2020, 8:22 PM IST

দিল্লি, 6 অগাস্ট : আপলোডের পর ওয়েবসাইট থেকে উধাও হল সীমান্তে চিনের সেনা অনুপ্রবেশের তথ্য । মঙ্গলবারই প্রতিরক্ষা মন্ত্রকের ওয়েবসাইটে কিছু তথ্য আপলোড করা হয়েছিল । এরপর আজ ওই তথ্যগুলি সরিয়ে দেওয়া হয় ওয়েবসাইট থেকে । সংবাদমাধ্যমের একাংশে প্রকাশ, তিন মাস আগে লাদাখে যে চিনের সেনা ঢুকে পড়েছিল তারই প্রমাণ ছিল ওই নথিতে ।

লাদাখের সীমান্ত সংঘর্ষে চিনের সেনা যে ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল, তার প্রমাণ হিসেবে এটিই প্রথম সরকারি নথি । এরপর জল্পনা আরও বাড়ে যখন আজ সকালে দেখা যায়, ওই লিঙ্কে ক্লিক করার পরেও কোনও কাজ করছে না ।

সংবাদপত্রের একাংশের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ওই নথিতে বলা হয়েছে, "2020 সালের 5 মে থেকে লাদাখের নিয়ন্ত্রণরেখা বিশেষত গালওয়ান উপত্যকায় চিনের সেনার আনাগোনা বাড়ে । মে মাসের 17-18 তারিখ নাগাদ চিনের সেনা কংরং, গোগরা এবং প্যাংগং লেকের উত্তর দিকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে ।"

ওই নথিতে দুই দেশের সামরিক স্তরে উচ্চপর্যায়ের বৈঠকেরও উল্লেখ ছিল বলে জানা গেছে । দ্বিপাক্ষিক ওই বৈঠকে সীমান্ত থেকে দুই দেশের সেনাকে পিছিয়ে নেওয়া থেকে শুরু করে বাড়তি সেনা সরিয়ে নেওয়া-সহ একাধিক বিষয়ে আলোচনার কথা উল্লেখ রয়েছে ।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী ওই নথিতে স্পষ্ট যে চিনের সেনা ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেছিল । বলা হয়েছে, "চিনের সেনা অনুপ্রবেশের ফলে পূর্ব লাদাখে স্পর্শকাতর পরিস্থিতির সৃষ্টি হয়েছে । পরিবর্তিত পরিস্থিতির উপর সবসময় নজর রাখা প্রয়োজন । এ-বিষয়ে দ্রুত পদক্ষেপ করা দরকার ।"

আরও পড়ুন : যারা ভারত মাতার দিকে চোখ তুলেছিল, তাদের সবক শেখানো হয়েছে : প্রধানমন্ত্রী

প্রসঙ্গত, লাদাখে সীমান্ত সংঘর্ষ ইশুতে 19 জুন সর্বদলীয় বৈঠক শেষে এক ভিডিয়ো বার্তায় প্রধানমন্ত্রী বলেছিলেন, "ওরা (চিন) আমাদের সীমানায় অনুপ্রবেশ করেনি । আমাদের পোস্টও দখল করেনি ।" এরপর মঙ্গলবার আপলোড হওয়া ওই নথি ওয়েবসাইট থেকে মুছে ফেলায় নতুন করে জল্পনা বাড়তে শুরু করেছে ।

Last Updated : Aug 6, 2020, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details