পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লির হাসপাতালে চিকিৎসকদের হেনস্থার অভিযোগ রোগীদের বিরুদ্ধে - চিকিৎসকদের হুমকি-টানা হ্যাঁচড়া, দিল্লির হাসপাতালে কোরোনা রোগীদের তান্ডব

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ উঠল কয়েকজন রোগীর বিরুদ্ধে । দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের ঘটনা ।

LNJP Hospital
LNJP Hospital

By

Published : Apr 23, 2020, 8:06 PM IST

দিল্লি, 23 এপ্রিল: চিকিৎসকরা ব্যস্ত থাকায় একটু অপেক্ষা করতে বলা হয়েছিল । আর সেজন্য হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ উঠল কয়েকজন রোগীর বিরুদ্ধে । দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের চিকিৎসক এবং হাসপাতাল কর্মীরা একটি ভিডিয়োতে এই অভিযোগ করেছেন ।

ভিডিয়োটিতে স্বাস্থ্যকর্মীরা বলেছেন, কোরোনা উপসর্গ রয়েছে এমন কয়েকজন রোগীকে লোকনায়ক হাসপাতালে আনা হয় । সেসময় হাসপাতালের সব চিকিৎসকই ব্যস্ত ছিলেন । তাই ওই রোগীদের একটু অপেক্ষা করতে বলা হয়েছিল । কিন্তু তারা অপেক্ষা করতে চাননি । বরং মাস্ক খুলে চিকিৎসকদের কাছে গিয়ে দাঁড়ান ।

এক স্বাস্থ্যকর্মীর কথায়, চিকিৎসকরা সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলতেই তর্ক শুরু করে রোগীরা । এরপর হুমকি দিয়ে বলে, যদি তাদের কোরোনা হয়ে থাকে তাহলে চিকিৎসকদের সংক্রমিত করে দেওয়া হবে । তাদের সরানোর চেষ্টা করা হলে রোগীরা আক্রমণাত্মক হয়ে উঠে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের টানা হ্যাঁচড়া করতে শুরু করে ।

লোকনায়ক হাসপাতালের এক মহিলা স্বাস্থ্যকর্মী বলেছেন, "আমাদের হাসপাতালে কোরোনা আক্রান্তদের চিকিৎসা হচ্ছে । এখানে দিন-রাত আমরা কোরোনার সঙ্গে লড়াই করে চলেছি । কিন্তু এরকম পরিস্থিতিতে কাজ করাটা খুব মুশকিল ।"

ABOUT THE AUTHOR

...view details