দিল্লি, 23 এপ্রিল: চিকিৎসকরা ব্যস্ত থাকায় একটু অপেক্ষা করতে বলা হয়েছিল । আর সেজন্য হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের হেনস্থার অভিযোগ উঠল কয়েকজন রোগীর বিরুদ্ধে । দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালের চিকিৎসক এবং হাসপাতাল কর্মীরা একটি ভিডিয়োতে এই অভিযোগ করেছেন ।
ভিডিয়োটিতে স্বাস্থ্যকর্মীরা বলেছেন, কোরোনা উপসর্গ রয়েছে এমন কয়েকজন রোগীকে লোকনায়ক হাসপাতালে আনা হয় । সেসময় হাসপাতালের সব চিকিৎসকই ব্যস্ত ছিলেন । তাই ওই রোগীদের একটু অপেক্ষা করতে বলা হয়েছিল । কিন্তু তারা অপেক্ষা করতে চাননি । বরং মাস্ক খুলে চিকিৎসকদের কাছে গিয়ে দাঁড়ান ।