ভোপাল, 15 মে : মধ্যযুগীয় বর্বরতা বোধহয় একেই বলে ! স্ত্রীকে মারতে মারতে তালজ্ঞান হারিয়ে গিয়েছিল । বাইকের ছ'য় ইঞ্চি দীর্ঘ প্লাস্টিকের হ্যান্ডেলটা সরাসরি ঢুকিয়ে দিয়েছিল যৌনাঙ্গে । অর্থের অভাব ও পারিবারিক লজ্জায় দীর্ঘ 2 বছর ধরে বিষয়টি কাউকে বলতে পারেননি ওই মহিলা । অবশেষে পুলিশের সহযোগিতায় সরকারি হাসপাতালে তাঁর সফল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা । জরায়ু থেকে বের করে আনা হল বাইকের হ্যান্ডেলের টুকরোটি । স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ভোপাল থেকে 251 কিলোমিটার দূরে ধার জেলা । 15 বছরের বিবাহিত জীবন এক আদিবাসী দম্পতি । তাঁদের ছ'টি সন্তান রয়েছে । বছর দু'য়েক আগে একদিন পারিবারিক অশান্তির জেরে মহিলাকে মারধর করে স্বামী । তখন রাগের বশে বাইকের ছ'ইঞ্চি লম্বা প্লাস্টিকের হ্যান্ডেল ঢুকিয়ে দেয় স্ত্রীর জরায়ুতে । দু'মাস পর শুরু হয় অসহ্য যন্ত্রণা । বাধ্য হয়ে বেসরকারি হাসপাতালে যান চিকিৎসার জন্য । চিকিৎসকরা তৎক্ষণাৎ অস্ত্রোপচারের নির্দেশ দেন । কিন্তু, তার জন্য লাগবে 1 লাখ টাকা । যেখানে বাড়িতে নুন আনতে পান্তা ফুরোয়, সেখানে 1 লাখ টাকা তো স্বপ্ন ! ফলে অস্ত্রোপচার করাতে পারেননি তিনি।