পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নাবালক পরিচারকের গায়ে গরম জল, গ্রেপ্তার দম্পতি - গ্রেপ্তার চিকিৎসক-অধ্যাপিকা

নাবালক পরিচারকের গায়ে গরম জল ঢালার ভিডিয়ো ভাইরাল হয় । যা চোখে পড়ে জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির । তারাই ওই নাবালককে 29 অগাস্ট চিকিৎসকের বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেছে ।

ছবি
ছবি

By

Published : Sep 6, 2020, 12:28 PM IST

গুয়াহাটি, 6 সেপ্টেম্বর : ঘুমন্ত অবস্থায় বাড়ির নাবালক পরিচারকের গায়ে গরম জল ঢেলে দিচ্ছে এক চিকিৎসক । আর পাশে দাঁড়িয়ে তা দেখছেন তাঁর স্ত্রী, যিনি পেশায় অধ্যাপিকা । অসমের ডিব্রুগড়ের এই ভিডিয়ো সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে এলাকায় । তাদের গ্রেপ্তারির দাবি উঠেছিল সোশাল মিডিয়ায় । নওগাঁ থেকে গতরাতে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ।

ডিব্রুগড়ে অসম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সিদ্ধিপ্রসাদ দেউরি । তাঁর স্ত্রী মিতালি কোনওয়ার মোরান কলেজের অধ্যাপিকা । দু'জনেই বেশিরভাগ সময় যেহেতু বাইরে থাকেন তাই বাড়ির কাজ করে এক পরিচারক । তার বয়স মাত্র 12 । সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । যেখানে দেখা যায়, এক নাবালকের গায়ে গরম জল ঢেলে দিচ্ছেন চিকিৎসক । আর তা দাঁড়িয়ে দেখছে তাঁর স্ত্রী । ভিডিয়োটি চোখে পড়ে জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির । তারাই বাচ্চাটিকে 29 অগাস্ট চিকিৎসকের বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেছে ।

চাইল্ড ওয়েলফেয়ার কমিটির তরফেই বিষয়টি জানানো হয় পুলিশে । পুলিশ ওই চিকিৎসকের বাড়ি গিয়ে দেখে, তিনি ক্যানসার আক্রান্ত এবং স্যালাইন চলছে । যার পর তাঁদের দু'জনকেই থানায় দেখা করার জন্য বলা হয় । কিন্তু এলাকা ছাড়েন তাঁরা । গতরাতে তাঁদের দু'জনকে গ্রেপ্তার করা হয় । তাঁদের বিরুদ্ধে চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট লেবার প্রহিবিশন অ্যাক্ট ও জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অফ চাইল্ড ) অ্য়াক্টের অধীনে বিভিন্ন ধারায় মামলা রুজু হয়েছে ।

অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ (আইনশৃঙ্খলা) জি পি সিং এবিষয়ে বলেন, "অপ্রাপ্তবয়স্ক পরিচারকের গায়ে পুড়ে যাওয়ার ক্ষত ছিল । চিকিৎসক ও অধ্যাপিকাকে নওগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details