গুয়াহাটি, 6 সেপ্টেম্বর : ঘুমন্ত অবস্থায় বাড়ির নাবালক পরিচারকের গায়ে গরম জল ঢেলে দিচ্ছে এক চিকিৎসক । আর পাশে দাঁড়িয়ে তা দেখছেন তাঁর স্ত্রী, যিনি পেশায় অধ্যাপিকা । অসমের ডিব্রুগড়ের এই ভিডিয়ো সামনে আসতেই রীতিমতো শোরগোল পড়ে এলাকায় । তাদের গ্রেপ্তারির দাবি উঠেছিল সোশাল মিডিয়ায় । নওগাঁ থেকে গতরাতে দু'জনকে গ্রেপ্তার করে পুলিশ ।
ডিব্রুগড়ে অসম মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক সিদ্ধিপ্রসাদ দেউরি । তাঁর স্ত্রী মিতালি কোনওয়ার মোরান কলেজের অধ্যাপিকা । দু'জনেই বেশিরভাগ সময় যেহেতু বাইরে থাকেন তাই বাড়ির কাজ করে এক পরিচারক । তার বয়স মাত্র 12 । সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয় সোশাল মিডিয়ায় । যেখানে দেখা যায়, এক নাবালকের গায়ে গরম জল ঢেলে দিচ্ছেন চিকিৎসক । আর তা দাঁড়িয়ে দেখছে তাঁর স্ত্রী । ভিডিয়োটি চোখে পড়ে জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটির । তারাই বাচ্চাটিকে 29 অগাস্ট চিকিৎসকের বাড়ি থেকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেছে ।