চেন্নাই, 10 জুন: আজই 62 বছরে পা দিতেন তিনি ৷ বুধবার জন্মদিনের দিনই কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল তামিলনাড়ুর বিধায়কের ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন DMK MLA জে আনবাজহাগান ৷ তামিলনাড়ুতে এই প্রথম কোরোনায় আক্রান্ত হয়ে কোনও বিধায়কের মৃত্যু হল ৷ মৃত বিধায়ক পূর্ব চেন্নাইয়ের জেলা সচিব পদেও নিযুক্ত ছিলেন ৷
কোরোনা কাড়ল প্রাণ, জন্মদিনেই মৃত্যু DMK বিধায়কের
কোরোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন DMK বিধায়ক জে আনবাজহাগান ৷
গত একমাস ধরে 61 বছরের এই DMK নেতা চেন্নাইয়ের বিভিন্ন এলাকায় ত্রাণ বিলি করার কাজে নিযুক্ত ছিলেন ৷ এরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন ৷ কোরোনা পরীক্ষার রিপোর্ট পজ়িটিভ আসার পর চেন্নাইয়ের ড. রেলা ইনস্টিটিউট অ্যান্ড মেডিকেল সেন্টারে ভরতি করা হয় জে আনবাজহাগানকে ৷ সোমবার সন্ধ্যা থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে ৷ 2 জুন থেকে হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷
জানা গিয়েছে, 25 বছর আগে ওই বিধায়কের লিভার প্রতিস্থাপন করা হয়েছিল ৷ এটাই ছিল তাঁর একমাত্র কো-মর্বিডিটি ৷