পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

DMK নেত্রী কানিমোঝির বাড়িতে আয়কর দপ্তরের হানা

আজ সন্ধ্যায় আয়কর দপ্তরের আধিকারিকরা DMK নেত্রী কানিমোঝির তুতিকোরিনের বাড়িতে অভিযান চালান।

কানিমোঝি

By

Published : Apr 16, 2019, 10:11 PM IST

চেন্নাই, 16 এপ্রিল : DMK নেত্রী কানিমোঝির বাড়িতে হানা দিল আয়কর দপ্তর। আজ সন্ধ্যায় আয়কর দপ্তরের আধিকারিকরা তাঁর তুতিকোরিনের বাড়িতে অভিযান চালান। যদিও সেখান থেকে কিছু পাওয়া গেছে কি না, সে সম্পর্কে কিছু জানা যায়নি। তুতিকোরিন কেন্দ্র থেকে লোকসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন কানিমোঝি। আয়কর দপ্তরের তল্লাশির বিরোধিতা করে রাস্তায় নেমেছে DMK কর্মী সমর্থকরা।

বৃহস্পতিবার তামিলনাড়ুর 39টি কেন্দ্রে ভোটগ্রহণের কথা ছিল। তবে ভেলো টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা চলছে এই আশঙ্কা প্রকাশ করে সেখানে ভোট বাতিল হয়েছে ইতিমধ্যে। নির্বাচনের আগে বিভিন্ন তল্লাশিতে এই পর্যন্ত তামিলনাড়ু থেকে 500 কোটি টাকা পরিমাণের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। যার মধ্যে 205 কোটি নগদ টাকা। বাকিটা সোনা। তারই মাঝে সূত্র মারফত আয়কর দপ্তর খবর পায়, কানিমোঝির বাড়িতে প্রচুর নগদ টাকা মজুত আছে। সেই অভিযোগের জেরে আজ তল্লাশি চালান আয়কর দপ্তরের আধিকারকরা।

দিনকয়েক আগে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথের ঘনিষ্ঠদের বাসভবনে অভিযান চালায় আয়কর দপ্তর। বিরোধীরা অভিযোগ তোলে যে, BJP আয়কর দপ্তরকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করছে। এর রেশ কাটতে না কাটতেই এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা DMK নেত্রী কানিমোঝির বাড়িতে তল্লাশির ঘটনা ঘটল।

ABOUT THE AUTHOR

...view details