পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মধ্যপ্রদেশে নিম্ন আদালতের এক বিচারকের কোরোনা - judge test covid-19 positive

মধ্যপ্রদেশে নিম্ন আদালতের এক বিচারকের শরীরে ধরা পড়ল কোরোনা । তাঁর বদলে কাজের দায়িত্ব সামলাবেন বুরহানপুর জেলা ও দায়রা জজ বীরেন্দ্র এস পাটিদার ।

ছবি
ছবি

By

Published : Jun 9, 2020, 9:33 AM IST

জব্বলপুর, 9 জুন : নিম্ন আদালতের এক বিচারকের কোরোনা পজ়িটিভ ধরা পড়ল । ঘটনাটি মধ্যপ্রদেশের খাণ্ডওয়ার জেলার । গতকাল মধ্য প্রদেশের হাইকোর্ট প্রশাসন ওই বিচারকের দায়িত্ব বুরহানপুরের দায়রা জজকে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছে ।

ওই বিচারকের কোরোনা পজ়িটিভ ধরা পড়ার পর তাঁর সহকর্মীদের কোয়ারানটিনে পাঠানোহয়েছে ।

বিচার সংক্রান্ত কাজে যাতে কোনও ব্যাঘাত না ঘটে তা নিশ্চিত করতে বুরহানপুর জেলা ও দায়রা জজ বীরেন্দ্র এস পতিদারকে খাণ্ডওয়ার জেলা আদালতের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে । হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল আর কে ভানি সাংবাদিকদের সেই বিষয়ে জানিয়েছেন।

ABOUT THE AUTHOR

...view details