দিল্লি, 28 মার্চ : রোজকার জীবনে আমাদের অন্যতম প্রিয় বস্তু । একজন বন্ধুর জায়গা কেড়ে আমাদের জীবনে জায়গা করে নিয়েছে এই স্মার্ট ফোন । এটি ছাড়া আমাদের প্রত্যেক মুহূর্তের স্টেটাস আপডেট হয় না । কাটে না সময় । কিন্তু আমাদের অবসরের এই প্রিয় বন্ধুটিই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে। তাই শুধু হাত-মুখ ধুলেই চলবে না । কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে এবার প্রতি দেড় ঘণ্টায় একবার করে স্যানিটাইজ়ার দিয়ে পরিষ্কার করে নিতে হবে নিজের স্মার্ট ফোনকে । চিকিৎসকরা আপাতত সেই পরামর্শই দিচ্ছেন ।
ফরিদাবাদের ফর্টিস এসকর্টস হাসপাতালের বিভাগীয় প্রধান রবিশেখর ঝা বলেন, "চিকিৎসার কাজে ব্যবহৃত স্পিরিট বা এমন হ্যান্ড সানিটাইজ়ার যাতে অ্যালকোহল নির্দিষ্ট পরিমাণে রয়েছে তা ব্যবহার করতে হবে ।" তিনি আরও বলেন, "যতটা সম্ভব কম ছুঁতে হবে নিজের ফোনকে। এক্ষেত্রে ফোন কভার বা কোনও ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা ভালো । কমপক্ষে দিনে অন্তত দুবার নিজের ফোন অবশ্যই পরিষ্কার করে নিতে হবে । পাশাপাশি ফোন ছোঁয়ার পর নিজের চোখে-মুখে বা নাকে হাত দেওয়া যাবে না ।"
ইনসিওরেন্স টু গো নামে একটি সংস্থা 2018 সালে একটি গবেষণাপত্র প্রকাশিত প্রকাশ করেছিল । সেখানে বলা হয় গবেষণা করে দেখা গেছে একটি টয়লেট সিটের তুলনায় তিনগুণ জীবাণু থাকে আমাদের স্মার্টফোনে । পাশাপাশি সমীক্ষা করে দেখা গেছে, প্রতি ২০ জন স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে মাত্র একজন ছ'মাসের মধ্যে একবার নিজের ফোন পরিষ্কার করে। এই পরিস্থিতিতে আমরা কতটা নিরাপদ, তা নিয়েও উঠছে প্রশ্ন ।