পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 28, 2020, 10:32 PM IST

ETV Bharat / bharat

সংক্রমণ থেকে বাঁচতে প্রতি দেড় ঘণ্টায় পরিষ্কার করুন স্মার্টফোন

ভাইরাস-ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচতে ছোটো সুতির কাপড়ে দু-তিন ফোঁটা স্যানিটাইজ়ার দিয়ে নিয়মিত পরিষ্কার করতে হবে ফোন। এই মুহূর্তে নিজেদের সুরক্ষিত রাখতে এই পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা ।

image
ছবি

দিল্লি, 28 মার্চ : রোজকার জীবনে আমাদের অন্যতম প্রিয় বস্তু । একজন বন্ধুর জায়গা কেড়ে আমাদের জীবনে জায়গা করে নিয়েছে এই স্মার্ট ফোন । এটি ছাড়া আমাদের প্রত্যেক মুহূর্তের স্টেটাস আপডেট হয় না । কাটে না সময় । কিন্তু আমাদের অবসরের এই প্রিয় বন্ধুটিই আমাদের সবচেয়ে বড় ক্ষতি করছে। তাই শুধু হাত-মুখ ধুলেই চলবে না । কোরোনা সংক্রমণ থেকে বাঁচতে এবার প্রতি দেড় ঘণ্টায় একবার করে স্যানিটাইজ়ার দিয়ে পরিষ্কার করে নিতে হবে নিজের স্মার্ট ফোনকে । চিকিৎসকরা আপাতত সেই পরামর্শই দিচ্ছেন ।

ফরিদাবাদের ফর্টিস এসকর্টস হাসপাতালের বিভাগীয় প্রধান রবিশেখর ঝা বলেন, "চিকিৎসার কাজে ব্যবহৃত স্পিরিট বা এমন হ্যান্ড সানিটাইজ়ার যাতে অ্যালকোহল নির্দিষ্ট পরিমাণে রয়েছে তা ব্যবহার করতে হবে ।" তিনি আরও বলেন, "যতটা সম্ভব কম ছুঁতে হবে নিজের ফোনকে। এক্ষেত্রে ফোন কভার বা কোনও ব্লুটুথ ডিভাইস ব্যবহার করা ভালো । কমপক্ষে দিনে অন্তত দুবার নিজের ফোন অবশ্যই পরিষ্কার করে নিতে হবে । পাশাপাশি ফোন ছোঁয়ার পর নিজের চোখে-মুখে বা নাকে হাত দেওয়া যাবে না ।"

ইনসিওরেন্স টু গো নামে একটি সংস্থা 2018 সালে একটি গবেষণাপত্র প্রকাশিত প্রকাশ করেছিল । সেখানে বলা হয় গবেষণা করে দেখা গেছে একটি টয়লেট সিটের তুলনায় তিনগুণ জীবাণু থাকে আমাদের স্মার্টফোনে । পাশাপাশি সমীক্ষা করে দেখা গেছে, প্রতি ২০ জন স্মার্টফোন ব্যবহারকারীর মধ্যে মাত্র একজন ছ'মাসের মধ্যে একবার নিজের ফোন পরিষ্কার করে। এই পরিস্থিতিতে আমরা কতটা নিরাপদ, তা নিয়েও উঠছে প্রশ্ন ।

এবিষয়ে, দিল্লির শ্রী বালাজি অ্যাকশন মেডিকেল ইনস্টিটিউটের স্বাস্থ্য পরামর্শদাতা জ্যোতি মুট্টা জানান, ফোন থেকে কোরোনা সংক্রমণের আশঙ্কা রয়েছে । তা থেকে বাঁচতে যে কোনও অ্যালকোহল যুক্ত স্যানিটাইজ়ার দিয়ে পরিষ্কার করে নিতে হবে । এক্ষেত্রে ছোটো সুতির কাপড়ে দু-তিন ফোঁটা স্যানিটাইজ়ার নিয়ে মোবাইলটিকে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে । সকালে বাড়ি থেকে বেরোনোর সময় ও কাজ থেকে বাড়ি ফেরার পর একবার করে নিজের ফোন পরিষ্কার করে নেওয়া উচিত । পাশাপাশি যদি কেউ সর্দি-কাশি বা এই জাতীয় কিছুতে ভুগছেন তাহলে তাদের ফোন ব্যবহার করা উচিত নয়।

ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ের সমীক্ষা বলছে, স্মার্টফোনের হোমবাটনে দশ লাখেরও বেশি ব্যাকটেরিয়া থাকে । এদের মধ্যেও কয়েকটি ব্যাকটেরিয়া খুব ক্ষতিকর ।

দিল্লির ইন্দ্রপস্থের অ্যাপোলো হাসপাতালের এক স্বাস্থ্য পরামর্শদাতা সুরণজিৎ চট্টোপাধ্যায় বলেন, "আমাদের বারবার হাত ধুতে নিয়ে হতে হবে । মনে রাখতে হবে, কাঁচ, ধাতু, প্লাস্টিক, ফোন সমস্ত কিছুতেই কোরোনা ভাইরাস থাকার সম্ভাবনা রয়েছে ।

আপাতত কোরোনার থাবায় কাঁপছে বিশ্ব । এই পরিস্থিতিতে সংক্রমণ এড়াতে একাধিক পদক্ষেপ করা হচ্ছে। তবে নিজেদের সুরক্ষিত রাখতে এই মুহূর্তে নিয়মিত স্মার্ট ফোন পরিষ্কার রাখাটা খুব জরুরি ।

ABOUT THE AUTHOR

...view details