পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে, CAA নিয়ে ভয়ের কিছু নেই : উদ্ধব ঠাকরে - নরেন্দ্র মোদি

CAA কারও নাগরিকত্ব কেড়ে নেবে না । CAA নিয়ে ভয় পাওয়ার কিছু নেই । প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এই বার্তাই দিলেন উদ্ধব ঠাকরে ।

Thackeray meets Modi
ছবি সৌজন্যে ANI

By

Published : Feb 21, 2020, 6:58 PM IST

দিল্লি, 21 ফেব্রুয়ারি : CAA নিয়ে ভয় পাওয়ার কিছু নেই । প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এই বার্তাই দিলেন উদ্ধব ঠাকরে । মহারাষ্ট্রে মহাবিকাশ আগাড়ি সরকার গঠনের পর এই প্রথম দিল্লি সফরে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে । রয়েছে উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরেও । আজ রাজধানীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন তিনি । প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে শিবসেনা প্রধান জানান, "আমার সঙ্গে প্রধানমন্ত্রীর কথা হয়েছে । CAA নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ।"

তিনি আরও বলেন, "CAA কারও নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয় । প্রতিবেশী দেশগুলির সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আইন ।"

মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের আগে মন্ত্রিসভার আসন বণ্টনকে ঘিরে সেনা BJP সম্পর্ক তলানিতে এসে পৌঁছায় । শিবসেনার নতুন রাজনৈতিক সঙ্গী হয় কংগ্রেস ও NCP । নতুন সরকার গঠনের পর এই প্রথম পুরোনো জোটসঙ্গীদের সঙ্গে দেখা করতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ।

প্রসঙ্গত কিছুদিন ধরে মহারাষ্ট্র রাজনীতিতে ফের শোরগোল শুরু হয়েছে । উদ্ধব ঠাকরে কিছুদিন আগেই বলেছিলেন, জাতীয় জনসংখ্যাপঞ্জি (NPR) নিয়ে চিন্তার কিছু নেই । শিবসেনা প্রধানের এই মন্তব্য তাদের জোটসঙ্গী কংগ্রেসের অবস্থানের সম্পূর্ণ বিপরীত । কংগ্রেস বরাবরই বলে এসেছে, NPR আসলে NRC-র প্রথম ধাপ ।

প্রধানমন্ত্রীর দপ্তরে শিবসেনা প্রধানের সঙ্গে সাক্ষাতের পর সেই ছবি টুইটও করেছেন নরেন্দ্র মোদি । নাগরিকত্ব সংশোধনী আইন, 2019 ও জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে শুরু থেকেই প্রতিবাদে সরব হয়েছে কংগ্রেস ও NCP । এই পরিস্থিতিতে নরেন্দ্র মোদির সঙ্গে শিবসেনা প্রধানের সাক্ষাৎকে যথেষ্টই গুরুত্ব দিয়ে দেখছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ । যদিও আজকের এই সাক্ষাৎ নিয়ে শিবসেনা নেতা সঞ্জয় রাউত টুইটে জানিয়েছেন, "এটি শুধুই একটি সাক্ষাৎ । এর থেকে বেশি কিছু নয় । "

দিল্লিতে উদ্ধব ঠাকরের দেখা করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বরিষ্ঠ BJP নেতা লালকৃষ্ণ আডবানি ও কংগ্রেসের অন্তবর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির সঙ্গেও ।

ABOUT THE AUTHOR

...view details