পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতের নতুন উপকূলরক্ষী প্রধান কে নটরাজন - rajendra singh

অবসর নিলেন ভারতের উপকূলরক্ষী প্রধান রাজেন্দ্র সিং । তাঁর জায়গায় দায়িত্ব নিলেন কে নটরাজন ।

কে নটরাজন

By

Published : Jun 30, 2019, 3:04 PM IST

Updated : Jun 30, 2019, 3:15 PM IST

দিল্লি, 30 জুন : অবসর নিলেন ভারতের উপকূলরক্ষী প্রধান রাজেন্দ্র সিং । তাঁর জায়গায় দায়িত্ব নিলেন কে নটরাজন ।

রাজেন্দ্র সিং 1980 সালে ভারতীর উপকূল রক্ষীবাহিনীতে যোগদান করেন । দক্ষতা দেখিয়ে পরবর্তীতে ফ্ল্যাগশিপ অফিসার হন । যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড থেকে প্রশিক্ষণপ্রাপ্ত এই অফিসার PTM সম্মান পান 2007 সালে ।

কে নটরাজন এতদিন ছিলেন ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর অ্যাডিশনাল ডিরেক্টর জেনেরাল । তিনি পশ্চিমে গুজরাত থেকে কেরল পর্যন্ত উপকূল রক্ষীবাহিনীর দায়িত্ব সামলেছেন । এর আগে উপকূল রক্ষীবাহিনীর একাধিক গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি ।

Last Updated : Jun 30, 2019, 3:15 PM IST

ABOUT THE AUTHOR

...view details