দিল্লি, 23 সেপ্টেম্বর : 2021 সালের জনগণনাতে মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে বলে জানালেন কেন্দ্রীয় স্বররাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । আজ দিল্লিতে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেন, "2021 সালের জনগণনাতে একটি মোবাইল অ্যাপ ব্যবহার করা হবে । কাগজে কলমে গণনাকে এবার ডিজিটালে রূপান্তরিত করা হবে ।" এই প্রকল্পের জন্য 12 হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী । 2021 সালের জনগণনাতে প্রথমবারের মতো জাতীয় জনসংখ্যা নিবন্ধ প্রস্তুত করা হচ্ছে ।
পাশাপাশি, স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক নাগরিকের জন্য একটি ID কার্ডের (মাল্টিপারপস) প্রস্তাব দেন যার মধ্যে পাসপোর্ট, আধার ও ভোটার কার্ডের সমস্ত তথ্য অন্তর্ভুক্ত থাকবে । তিনি বলেন, "আমাদের কাছে আধার, পাসপোর্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের মতো প্রয়োজনীয় জিনিস একটি মাত্র কার্ডে থাকতে পারে । সেটা সম্ভব করতেই এই পরিকল্পনা । এমন একটি ব্যবস্থাও থাকা উচিত, যেখানে কোনও ব্যক্তি মারা গেলে সেই তথ্য যেন স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয় ।"