দিল্লি, 21 মে : টানা 15 দিন । ফের দাম বড়ল পেট্রল-ডিজ়েলের । আজ লিটার প্রতি ডিজ়েলের দাম 60 পয়সা এবং পেট্রলের দাম বাড়ল 35 পয়সা । 15 দিনে পেট্রলের দাম বেড়েছে 8.88 টাকা এবং ডিজ়েলের দাম বাড়ল 7.97 টাকা।
দিল্লিতে পেট্রলের দাম প্রতি লিটারে 78.88 থেকে বেড়ে 79.23 টাকা হয়েছে । ডিজ়েলের দাম 77.67 টাকা থেকে বেড়ে হয়েছে 78.27 টাকা । মুম্বইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে 86.04 এবং ডিজ়েলের দাম হয়েছে 76.69 টাকা । গতকাল কলকাতায় লিটার প্রতি পেট্রলের দাম 80.13 টাকা ও ডিজ়েলের দাম ছিল 71.96 টাকা । দিল্লিতে লিটার প্রতি পেট্রলের দাম 78.88 টাকা ও ডিজ়েলের দাম 77.67 টাকা ছিল । চেন্নাইয়ে পেট্রলের দাম প্রতি লিটারে 82.27 টাকা এবং ডিজ়েলের দাম ছিল 75.29 টাকা ।