পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"মানুষ কি ভাবিজির পাঁপড় খেয়ে সুস্থ হয়েছেন ?", সংসদে BJP-কে আক্রমণ রাউতের - মহারাষ্ট্র সরকার

ভারতে কোরোনা সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । সংক্রমণ কেন মোকাবিলা করতে পারছে না মহারাষ্ট্র সরকার । সেই প্রশ্ন তুলে বারবার আক্রমণ করেছে বিরোধীরা । আজ সেই সমালোচনার উত্তর দেন সঞ্জয় রাউত ।

sanjay raut
ফাইল ছবি

By

Published : Sep 17, 2020, 7:36 PM IST

দিল্লি, 17 সেপ্টেম্বর : কোরোনার বিরুদ্ধে লড়াই কোনও রাজনৈতিক লড়াই নয় । মানুষের জীবন বাঁচানোর লড়াই । রাজ্যসভার অধিবেশনে বিরোধীদের সমালোচনার জবাবে একথাই বললেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত । মহারাষ্ট্রের কোরোনা সংক্রমণ এবং তা মোকাবিলায় সরকারের ভূমিকা নিয়ে বারবার সমালোচনা করেছে বিরোধীরা । সংসদে আজ তারই জবাব দেন তিনি । কার্যত BJP-কেই কটাক্ষ করে বলেন, ভাবিজির পাঁপড় খেয়ে কেউ সুস্থ হয় না !

ভারতে কোরোনা সংক্রমণের নিরিখে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র । প্রতিদিন সেখানে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । বর্তমানে মহারাষ্ট্রে প্রায় 10 লাখের বেশি মানুষ আক্রান্ত । সংক্রমণ কেন মোকাবিলা করতে পারছে না মহারাষ্ট্র সরকার । সেই প্রশ্ন তুলে বারবার আক্রমণ করেছে বিরোধীরা । আজ সেই সমালোচনার উত্তর দেন সঞ্জয় । ধারাভির মতো বস্তিতেও যে রাজ্যসরকার সংক্রমণ রুখে দিয়েছে তা মনে করিয়ে দেন তিনি ।

সঞ্জয় রাউত বলেন, "আমার মা এবং ভাই কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । মহারাষ্ট্রে 30 হাজারের উপর মানুষ কোরোনা মুক্ত হয়েছেন । কীভাবে সম্ভব হল ? ধারাভিতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে । বিশ্ব স্বাস্থ্য সংস্থা BMC-র পদক্ষেপের প্রশংসাও করেছে । এইসব না দেখে বিরোধীরা শুধুই রাজ্য সরকারের সমালোচনা করতে চান । "

বিরোধীদের প্রশ্নের জবাব দিয়ে BJP-কেও এক হাত নেন সঞ্জয় । কেন্দ্রীয় মন্ত্রী এবং BJP নেতা অর্জুন রাম মেঘওয়ালের মন্তব্য টেনে আনেন । মেঘওয়াল দাবি করেছিলেন, ভাবিজির পাঁপড় খেলে কোরোনা হবে না ! কারণ, এই পাঁপড়ে শরীরে অ্যান্টিবডি তৈরি হয় তা কোরোনা মোকাবিলা করে । তাঁর এই মন্তব্যের পরেই সোশাল মিডিয়ায় ট্রোল শুরু করেন নেটিজ়েনরা । রাজনৈতিক মহলেও সমালোচনার মুখে পড়েন তিনি । তার কয়েকদিন পরেই তিনি কোরোনা আক্রান্ত হন ।

সেই ভাবিজি পাঁপড় প্রসঙ্গ টেনেই সঞ্জয় বলেন, ভাবিজির পাঁপড় খেয়ে এত মানুষ সুস্থ হয়নি । BJP-কে কটাক্ষ করে তিনি বলেন, "আমি রাজ্যসভার সদস্যদের কাছে জানতে চাই কীভাবে এত মানুষ সুস্থ হলেন ? ভাবিজির পাঁপড় খেয়ে সুস্থ হয়েছেন না কি ? এটা কোনও রাজনৈতিক লড়াই না । মানুষের জীবন রক্ষার লড়াই ।"

ABOUT THE AUTHOR

...view details