সিয়াচেন কিংবা কাশ্মীরের মতো হাই অল্টিটিউড এলাকায় উড়তে পারে ৷ অভিযান এবং উদ্ধারকাজে ব্যবহার করতে পারে নৌসেনা ৷ নাইট ভিশন ডিভাইজ় থাকায় এই কপ্টারে চেপে রাতে নজরদারি করা যায় ৷ আবার এয়ার অ্যাম্বুলেন্স হিসেবেও ব্যবহার হয় ৷ সবমিলিয়ে ভারতের তিন বাহিনীর ভরসা ধ্রুব হেলিকপ্টার ৷
এই হেলিকপ্টার তৈরি করে হিন্দুস্তান অ্যারোনটিকস লিমিটেড (HAL) । কপ্টারটির ডিজ়াইন করেছে রোটারি উইং রিসার্চ অ্যান্ড ডিজ়াইন সেন্টার (RWR&DC)।
ভারতীয় প্রযুক্তিতে হালকা হেলিকপ্টার তৈরির প্রকল্প নেওয়া হয় 1979 সালের মে মাসে । আর কেন্দ্রীয় সরকার 1984 সালের নভেম্বরে HAL-কে এই কপ্টার তৈরির বরাত দেয় । পশ্চিম জার্মানের কপ্টার প্রস্তুতকারক MBB-র সহযোগিতায় এর ডিজ়াইন হয় । 1992 সালের 20 অগাস্ট আকাশে প্রথম ওড়ে ধ্রুব । সেদিন বেঙ্গালুরুতে ধ্রুবর উড়ান দেখতে উপস্থিত ছিলেন তৎকালীন উপরাষ্ট্রপতি কে আর নারায়ণন ।