পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ট্রায়ালে মরুভূমি ও হিমবাহতে প্রায় 5000 শেল ফায়ার করেছিল ধনুশ

ধনুশ প্রজেক্ট শুরু করে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড ( OFB ) ৷ পুরোনো 105 mm ফিল্ড গান , 105 mm হালকা ফিল্ড গান , রাশিয়ান 122 mm গানের পরিবর্তে বানানো হয় 155 mm আর্টিলিয়ারি ধনুশ হাউইৎজ়ার গান ৷

Dhanush howitzer is the the best artillery gun in indian army
15 সেকেন্ডে 3 রাউন্ড ফায়ার বার্স্ট করে ' ধনুশ '

By

Published : Aug 28, 2020, 7:00 AM IST

ভারতীয় সেনার অন্যতম একটি শক্তি হল ' ধনুশ ' ৷ 2018 সালে হাউইৎজ়ার গানের পরীক্ষামূলক প্রয়োগ শেষ হয় ৷ এরপর 2019 সালে এই গান তৈরির অনুমতি পাওয়া যায় ৷ ভারতীয় সেনা প্রথম অর্ডার করে 114 টি গানের ৷ যদিও সেই অর্ডার বেড়ে হতে পারে 414 টি ৷

ধনুশ প্রজেক্ট শুরু করে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড ( OFB ) ৷ পুরানো 105 mm ফিল্ড গান , 105 mm হালকা ফিল্ড গান , রাশিয়ান 122 mm গানের পরিবর্তে বানানো হয় 155 mm আর্টিলিয়ারি ধনুশ হাউইৎজ়ার গান ৷ 2016 সালে তিনটি ধনুশ ভারতীয় সেনার হাতে দেয় OFB ৷ এরপর সফল পরীক্ষামূলক প্রয়োগের পর 2017 তে 18 টি ধনুশ তুলে দেওয়া হল ভারতীয় সেনার হাতে ৷ এরপর 2018 সালে আরও 36 টি ও 2019 সালে 60 টি ধনুশ দেওয়া হয় সেনাকে ৷

ধনুশ হাউইৎজ়ার

ট্রায়াল - মরুভূমি ও হিমবাহতে প্রায় 5000 টি শেল ফায়ার করে ট্রায়াল দেওয়া হয় ধনুশের ৷ এরপর 2019 সালে 8 এপ্রিল শেষমেষ ভারতীয় সেনার অন্তর্ভুক্ত হয় ধনুশ ৷

ধনুশ হাউইৎজ়ারের বৈশিষ্ট্য

ধনুশ গানটি একটি 8x8 টাট্রা ট্রাকের উপর বসানো থাকে ৷ লাইসেন্স নিয়ে ট্রাকটি তৈরি করে ভারত আর্থ মুভারস লিমিটেড ৷ ট্রাকটির গতিবেগ ক্রস কানট্রিতে প্রতি ঘণ্টায় 30 কিলোমিটার ৷ অন্যদিকে, রাস্তায় গতিবেগ প্রতি ঘণ্টায় 80 কিলোমিটার ৷ শুধুমাত্র ভারতীয় সেনার কাছেই আছে এই ধনুশ হাউইৎজ়ার ৷

ABOUT THE AUTHOR

...view details