ভারতীয় সেনার অন্যতম একটি শক্তি হল ' ধনুশ ' ৷ 2018 সালে হাউইৎজ়ার গানের পরীক্ষামূলক প্রয়োগ শেষ হয় ৷ এরপর 2019 সালে এই গান তৈরির অনুমতি পাওয়া যায় ৷ ভারতীয় সেনা প্রথম অর্ডার করে 114 টি গানের ৷ যদিও সেই অর্ডার বেড়ে হতে পারে 414 টি ৷
ধনুশ প্রজেক্ট শুরু করে অর্ডন্যান্স ফ্যাক্টরি বোর্ড ( OFB ) ৷ পুরানো 105 mm ফিল্ড গান , 105 mm হালকা ফিল্ড গান , রাশিয়ান 122 mm গানের পরিবর্তে বানানো হয় 155 mm আর্টিলিয়ারি ধনুশ হাউইৎজ়ার গান ৷ 2016 সালে তিনটি ধনুশ ভারতীয় সেনার হাতে দেয় OFB ৷ এরপর সফল পরীক্ষামূলক প্রয়োগের পর 2017 তে 18 টি ধনুশ তুলে দেওয়া হল ভারতীয় সেনার হাতে ৷ এরপর 2018 সালে আরও 36 টি ও 2019 সালে 60 টি ধনুশ দেওয়া হয় সেনাকে ৷