জম্মু , 8 সেপ্টেম্বর : জম্মুতে ভারত-পাকিস্তান সীমান্ত অঞ্চলে চারদিনের সফর সম্পূর্ণ করলেন BSF-র ডিরেক্টর জেনেরাল রাকেশ আস্থানা ৷আজ তাঁর এই সফর শেষ হয় ৷ BSF-র এক মুখপাত্র বলেন , "জম্মু সীমান্তে DG-র চার দিনের সফর অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়েছে ।"
4 সেপ্টেম্বর থেকে এই সফর শুরু হয়েছিল ৷ এই বিষয়ে মুখপাত্র বলেন , “ সফরের সময় আস্থানা আন্তর্জাতিক সীমানা (IB) এবং জম্মু-সাম্বা এবং পুঞ্জ-রাজৌরি সেক্টরের নিয়ন্ত্রণ রেখা (LoC)-সহ BSF-র পুরো অপারেশন এলাকা (AoR) পরিদর্শন করেছিলেন ৷ তাঁর সঙ্গে এই সফরে ছিলেন অতিরিক্ত DG এবং BSF-র IG (জম্মু ফ্রন্টিয়ার) এন এস জামওয়াল।”