পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ দেবেন্দ্র ফড়নবিশের, উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার

আজ সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন NCP-র অজিত পাওয়ার ৷ রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান ৷

শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ

By

Published : Nov 23, 2019, 8:21 AM IST

Updated : Nov 24, 2019, 7:30 AM IST

মুম্বই, 23 নভেম্বর : মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে টানাপোড়েনের অবসান ৷ ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (NCP) নেতা অজিত পাওয়ারের সমর্থনে সরকার গঠন করল BJP ৷ আজ সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন NCP-র অজিত পাওয়ার ৷ রাজভবনে রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি তাঁদের শপথবাক্য পাঠ করান ৷ তার আগে মহারাষ্ট্র থেকে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের কথা জানিয়ে ভোর 5টা 47 মিনিটে রাষ্ট্রপতি ভবনের তরফে নোটিফিকেশন জারি করা হয় ৷

দেবেন্দ্র ফড়নবিশ এবং অজিত পাওয়ারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ টুইট করে প্রধানমন্ত্রী বলেন, মহারাষ্ট্রের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাঁরা দায়িত্বপূর্ণভাবে কাজ করবেন বলে তিনি আত্মবিশ্বাসী ৷

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ টুইটে তিনি বলেন, মহারাষ্ট্রের বিকাশের জন্য এই সরকার সবসময় সচেষ্ট থাকবে ৷ উন্নয়নের নতুন মানদণ্ড তৈরি করবে ৷

শপথ গ্রহণের পর দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "জনগণ আমাদের পক্ষে রায় দিয়েছে ৷ কিন্তু, ফল ঘোষণার পর শিবসেনা অন্য দলের সঙ্গে জোট গঠনের চেষ্টা করে ৷ যার ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয় ৷ কোনও খিচুড়ি সরকার নয়, মহারাষ্ট্রে স্থায়ী সরকার প্রয়োজন ৷"

মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন দেবেন্দ্র ফড়নবিশ

অন্যদিকে, শপথ গ্রহণের পর অজিত পাওয়ার বলেন, "ফল ঘোষণার পর থেকে কোনও দল সরকার গঠন করতে পারেনি ৷ কৃষক ইশু সহ নানা সমস্যার মুখোমুখি মহারাষ্ট্র ৷ তাই, আমরা স্থায়ী সরকার গঠনের সিদ্ধান্ত নিয়েছি ৷"

হাত মেলাচ্ছেন অজিত পাওয়ার ও দেবেন্দ্র ফড়নবিশ

24 অক্টোবর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা হয় ৷ 288 আসনের বিধানসভায় BJP জেতে 105টি আসন ৷ শিবসেনা পায় 56টি আসন ৷ NCP জেতে 54টি আসনে ৷ এবং কংগ্রেস পায় 44টি আসন ৷

BJP এবং শিবসেনা জোট করে নির্বাচনে লড়ে ৷ আর কংগ্রেস ও NCP জোট করে লড়েছিল ৷ কিন্তু, ফল ঘোষণার পর মুখ্যমন্ত্রী পদ নিয়ে শিবসেনা এবং BJP-র মধ্যে দ্বন্দ্ব শুরু হয় ৷ শিবসেনা দাবি করে, আড়াই বছর করে দুটি দলের মুখ্যমন্ত্রী থাকবেন ৷ তাতে রাজি হয়নি BJP ৷ এরপর NCP এবং কংগ্রেসের সঙ্গে সরকার গঠনের তোড়জোড় করে শিবসেনা ৷ গতকাল তিন দলের বৈঠক শেষে NCP সুপ্রিমো শরদ পাওয়ার বলেন, শিবসেনা নেতা উদ্ধব ঠাকরেকে মুখ্যমন্ত্রী করা নিয়ে তাঁরা সর্বসম্মত হয়েছেন ৷ খুব শিগগির তিন দল সরকার গড়ছে বলে জল্পনা ছড়ায় ৷ কিন্তু, সেই জল্পনার মধ্যে আজ সকালে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ ৷ আর BJP-র সঙ্গে জোট গড়ে সরকারে সামিল হলেন NCP-র নেতা অজিত পাওয়ার ৷

শপথ নিলেন দেবেন্দ্র ফড়নবিশ

তবে শপথগ্রহণ অনুষ্ঠান শেষে NCP প্রধান শরদ পাওয়ার টুইট করে বলেন, তাঁর দল এই সিদ্ধান্ত নেয়নি ৷ মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে BJP-কে সমর্থন অজিত পাওয়ারের ব্যক্তিগত ৷ এই সিদ্ধান্ত তাঁরা সমর্থন করেন না ৷ পরে অজিত পাওয়ারকে NCP-র বিধায়ক দলের নেতার পদ থেকে বহিষ্কার করা হয় ৷

Last Updated : Nov 24, 2019, 7:30 AM IST

ABOUT THE AUTHOR

...view details