লখনউ, 3 অক্টোবর : ডেরেক ও'ব্রায়েন একজন 'ভালো অভিনেতা', যিনি হাথরসে গিয়ে নিজের প্রতিভা প্রদর্শন করতে চান । গতকাল তৃণমূল প্রতিনিধিদের হাথরসে যাওয়ার চেষ্টাকে এভাবেই কটাক্ষ করেন উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থনাথ সিং ।
তিনি বলেন, "এক ধরনের টুরিজ়ম চলছে । কংগ্রেস প্রথমে যাওয়ার চেষ্টা করেছিল এবং এখন অন্য দলও সেখানে যেতে চায় । নিজেদের উপস্থিতি মিডিয়ায় প্রোজেক্ট করতে তৃণমূলও হাথরসে যেতে চায় ।" তিনি আরও বলেন, "ডেরেক ও'ব্রায়েন আমার খুব ভালো বন্ধু । তিনি একজন ভালো অভিনেতা এবং সেই প্রতিভা তুলে ধরতে চাইছেন । তিনি হাথরসে গিয়ে তা দেখাতে চান ।"
এর আগে বৃহস্পতিবার হাথরসে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধিকে যমুনা এক্সপ্রেসওয়েতে আটক করেছিল উত্তরপ্রদেশ পুলিশ । পরে মুক্তি দেওয়া হয় তাঁদের ।