অমিত শাহ মিথ্যাবাদী, BJP-র গুন্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে : ডেরেক - pc
বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে BJP-কে দায়ি করলেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । আজ এই বিষয়ে দিল্লিতে সাংবাদিক বৈঠক করছেন তিনি ।
ডেরেক
দিল্লি, 15 মে : অমিত শাহর পর এবার সাংবাদিক বৈঠক করছেন তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন । বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে তিনি BJP-কে দায়ি করেন ।
- অমিত শাহ মিথ্যাবাদী, ধোঁকাবাজ
- ওরাই বিবেকানন্দের মূর্তি ভেঙেছে
- তেজিন্দরপাল বাগ্গা কলকাতায় এসে কী করছিলেন ?
- আমরা ঘটনার ভিডিয়ো নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে
- বাংলায় নবজাগরণ ঘটিয়েছিলেন বিদ্যাসাগর
- BJP বাইরে থেকে গুন্ডা ভাড়া করে এনেছিল
- অমিত শাহ প্রশ্ন করেছিলেন, চাবি কার কাছে ছিল ? বোকার মতো প্রশ্ন করেছেন উনি
- ছাত্ররা কালো কাপড় দেখানোর জন্য দাঁড়িয়েছিল
Last Updated : May 15, 2019, 2:43 PM IST