পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নোটবাতিল ছিল দেশের অপরিকল্পিত অর্থনীতির উপর আক্রমণ : রাহুল - নোটবাতিল

কেন্দ্রকে কটাক্ষ করে রাহুল বলেন, "দেশের কৃষক, শ্রমিক শ্রেণি, গরিব মানুষ ও ছোটো ছোটো দোকানদারদের উপর আক্রমণের সমান ছিল নোট বাতিল । এটি ছিল ভারতীয় অর্থনীতির উপর আক্রমণ ।"

রাহুল
রাহুল

By

Published : Sep 3, 2020, 4:36 PM IST

Updated : Sep 3, 2020, 6:45 PM IST

দিল্লি, 3 সেপ্টেম্বর : দেশের GDP নিম্নগামী । অর্থনৈতিক অবস্থা খারাপ । এই পরিস্থিতিতে ফের নোটবাতিলের প্রসঙ্গ টেনে আনলেন রাহুল গান্ধি । একটি ভিডিয়ো প্রকাশ করে তিনি বললেন, 40 বছরে দেশের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে খারাপ । এর জন্য কিছুটা হলেও দায়ি নোটবাতিল বা ডিমনিটাইজ়েশন ।

মাঝে মাঝেই ভিডিয়ো প্রকাশ করে একাধিক বিষয়ে আলোচনা করেন রাহুল । আজও তেমনই একটি ভিডিয়ো প্রকাশ করেন । যেখানে ভারতের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বললেন তিনি । বর্তমান GDP নিয়েও আলোচনা হয় । পরে কেন্দ্রকে কটাক্ষ করে তিনি বলেন, "দেশের কৃষক, শ্রমিক শ্রেণি, গরিব মানুষ ও ছোটো ছোটো দোকানদারদের উপর আক্রমণের সমান ছিল নোট বাতিল । এটি ছিল ভারতীয় অর্থনীতির উপর আক্রমণ ।"

ভিডিয়োর দ্বিতীয় অংশের তিনি নাম দেন নোটবাতিলের কথা । সেখানে বলেন, "মোদিজির ক্যাশলেস ইন্ডিয়া হল কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ছাড়া এগিয়ে চলা একটি দেশ ।"

নোটবাতিলের সময়কার দেশের পরিস্থিতি তুলে ধরে রাহুল গান্ধি বলেন, "হঠাৎ 500 ও 1000 টাকার নোট বাতিল হয়ে গেল । মানুষ কী করবে ভেবে পায়নি । ATM-এর সামনে ঘণ্টার পর ঘণ্টা লাইন । গোটা দেশ ব্যাঙ্কের সামনে দাঁড়িয়ে ।" তিনি প্রশ্ন তোলেন, এভাবে কী আদৌ কালো টাকা দেশ থেকে সরানো গেছে ? যায়নি । তাঁর কথায়,এতে আদতে ক্ষতি হয়েছে গরীব মানুষদের । বদলে নোট বাতিলের সুযোগ-সুবিধে ভোগ করেছে দেশের কোটিপতিরা ।

গরিব মানুষ, যাদের কাছে ওই টাকাই ছিল সম্বল তারা পড়ল সবচেয়ে সমস্যায় । ATM থেকে 500, 1000-এর নোট তুলে দিল । কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়লেন সমস্যায় । তাঁদের ব্যবসাই চলে নগদ টাকায় । সেখানে এমনভাবে নোট তুলে দেওয়ায় চরম ক্ষতির মুখে পড়লেন তাঁরা ।

ভিডিয়োয় একদম শেষে তিনি বলেন, "ভারতের অপরিকল্পিত অর্থনৈতিক পরিস্থিতির উপর আঘাত হেনেছিল নোটবাতিল । যার জন্য তৈরি হওয়া সমস্যার সম্মুখে সকলে । সকলকে একসঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে হবে ।"

Last Updated : Sep 3, 2020, 6:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details