দিল্লি, 2 ডিসেম্বর : আগেই আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, এবার তা বাস্তবে ঘটতে চলেছে ৷ বায়ু দূষণের মাত্রা অতি খারাপ থেকে এবার গুরুতর পর্যায়ের খুব কাছে চলে এসেছে দিল্লিতে ৷ বুধবার সকালের দিল্লির বায়ু দূষণের সূচক অতি খারাপের একদম সর্বোচ্চ সীমায় পৌঁছে গিয়েছে ৷ বায়ু দূষণের সূচক অনুযায়ী মাত্রা 381 ৷ অন্য়দিকে, গাজিয়াবাদ ও গ্রেটার নয়ডায় বায়ু দূষণের সূচক ইতিমধ্য়েই গুরুতর পর্যায় ছাড়িয়ে গিয়েছে ৷
প্রায় গুরুতর পর্যায়ে দিল্লির দূষণ, কোরোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা
আগামী 4 ডিসেম্বর ও 7 ডিসেম্বরের মধ্য়ে দিল্লির বাতাসে দূষণের সূচক গুরুতর পর্যায়ে পৌঁছে যেতে পারে ৷ তার আগে বেশ কয়েকদিন এই অতি খারাপ পরিস্থিতি বজায় থাকবে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ৷
সকাল 9টার হিসেব অনুযায়ী দিল্লির বায়ু দূষণের সূচক 381 ছিল ৷ তার আগে গতকাল অর্থাৎ মঙ্গলবার গড় দূষণ মাত্রা ছিল 367 এবং সোমবার তা ছিল 318 ও রবিবার 268। আজ গাজ়িয়াবাদ ও গ্রেটার নয়ডার বাতাসে দূষণের পরিমাণ যথাক্রমে 430 ও 410 রয়েছে ৷ প্রসঙ্গত, দূষণের মাত্রা 401 ছাড়িয়ে গেলে, তাকে গুরুতর পরিস্থিতি বলে ধরা হয় ৷ অন্য়দিকে, গত কয়েকদিনে একদমই বাতাসের প্রবাহ না থাকার পর, আজ বুধবার দিল্লিতে বাতাসের গতিবেগ ঘণ্টায় 12 কিলোমিটার পর্যন্ত রয়েছে ৷ তবে, বাতাসের এই গতি দূষণ কমাতে কার্যকর হবে না বলেই জানাচ্ছে মৌসম ভবন ৷ দিল্লিতে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা 8.2 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রির আশপাশে থাকার সম্ভাবনা রয়েছে ৷ এবছর রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা প্রায় সবদিনই স্বাভাবিকের 2-3 ডিগ্রি নিচে থাকছে ৷ বেশিরভাগ দিনই দিল্লির আকাশে মেঘ না থাকাই এর কারণ হিসেবে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ৷
বর্তমানে দিল্লিতে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে ঠান্ডা বাতাস বইছে ৷ এই শৈত্য়প্রবাহ মূলত পশ্চিম হিমালয় থেকে সমতলের দিকে ধেয়ে আসছে ৷ বর্তমানে দিল্লিতে বাতাসের গতিবেগ না থাকা এবং একইসঙ্গে প্রবল ঠান্ডায় দূষণের মাত্রা ক্রমশ বাড়ছে ৷ একমাত্র জোরে হাওয়া বইলে এই দমবন্ধ করা পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যেতে পারে বলে মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ৷ এই পরিস্থিতি আরও কয়েকদিন দিল্লিতে বজায় থাকবে বলে জানানো হয়েছে ৷ এই হারে দূষণের মাত্রা বাড়তে থাকলে দিল্লিতে কোরোনার প্রকোপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা অধিকাংশ চিকিৎসকের ৷