হিংসার জন্য দায়ি কেন্দ্রীয় সরকার ও পুলিশ, অভিযোগ বিরোধীদের - caa protest in delhi 2020
দিল্লির ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকে নিশানা বিরোধীদের ৷ কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা পুলিশকেও একহাত নিয়েছে কংগ্রেস, CPI(M)-সহ বিরোধীরা ৷
দিল্লি, 25 ফেব্রুয়ারি : নাগরিকত্ব সংশোধনী আইনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ দিল্লি । CAA-র সমর্থক ও বিরোধীদের সংঘর্ষে হিংসা বাড়ছে উত্তর পূর্ব দিল্লিতে । সম্প্রতি পুলিশকে উদ্দেশ্য করে জফরাবাদ এলাকায় পাথর ছোড়ে প্রতিবাদকারীরা । পুলিশের তরফে পালটা গুলি চালানো হয় । এখনও পর্যন্ত সেখানে নয়জনের মৃত্যু হয়েছে, গুলিতে জখম অনেকেই । দিল্লি প্রশাসন সূত্রে খবর, সবমিলিয়ে 150 জনেরও বেশি জখম হয়েছেন ৷ দিল্লির এই ঘটনার জন্য কেন্দ্রীয় সরকারকে নিশানা করল AAP, CPI(M)-সহ অন্য বিরোধী দলগুলি । বিরোধীরা নিশানা করেছে পুলিশকেও ৷
- দিল্লির অগ্নিগর্ভ পরিস্থিতির জন্য BJP ও RSS-এর বিরুদ্ধে অভিযোগ করেন কংগ্রেস নেতা উদিত রাজ । তিনি বলেন, "এই হিংসার পিছনে BJP-র হাত রয়েছে । ওরা দেশে বিভাজন তৈরি করতে চায় । BJP নেতা কপিল মিশ্রর বক্তব্য লজ্জাজনক । স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা দিল্লি পুলিশ এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি ৷ এটা পুলিশের ব্যর্থতা ৷" পুলিশকে দায়ি করে তাঁর সংযোজন, "গেরুয়া পোশাক পরা জয় শ্রীরাম স্লোগান তোলা মানুষের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি পুলিশ । তারা ধর্মীয় সংখ্যালঘুদের মেরেছে ।"
- দিল্লির পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে অনুরোধ করেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি । ঘটনার জন্য পুলিশকে দায়ি করেন তিনি ৷ তাঁর টুইটবার্তা, "উত্তর-পূর্ব দিল্লির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে । প্রধানমন্ত্রী দপ্তর শান্তি ফিরিয়ে আনতে চাইলে নির্দিষ্ট এলাকায় সেনা মোতায়েন করুক । পুলিশ তাদের কর্তব্য পালনে ব্যর্থ । এলাকার শান্তি ফিরিয়ে আনার একমাত্র উপায় সেনাকে দায়িত্ব দেওয়া ।" তিনি আরও একটি টুইটে লেখেন, "দিল্লির এই সংঘর্ষের জন্য একজন BJP নেতা দায়ি । এখন পুলিশের হস্তক্ষেপেরও স্পষ্ট প্রমাণ সামনে আসছে । প্রাক্তন ওই বিধায়ককে এখনই গ্রেপ্তার করা উচিত । হিংসার বিরুদ্ধে শীঘ্র পদক্ষেপ করা উচিত নয়ত হিংসা আরও ছড়িয়ে পড়বে । "
- কংগ্রেস নেতা পি.চিদম্বরম নাগরিকত্ব সংশোধনী আইন প্রতিবাদ প্রসঙ্গে বলেন, "অবিলম্বে CAA প্রত্যাহার করা উচিত । প্রত্যেক বিরোধীর বক্তব্য কেন্দ্রীয় সরকারের শোনা উচিত । সাধারণ মানুষকে অমানবিক নেতাদের ক্ষমতায় বসানোর মূল্য চোকাতে হচ্ছে ।"
- কংগ্রেস নেতা রাহুল গান্ধি দিল্লির পরিস্থিতি নিয়ে বলেন, "দিল্লিতে যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা নিন্দনীয় । শান্তিপূর্ণ প্রতিবাদ গণতন্ত্রের পরিচয় । হিংসার কোনও ব্যাখ্যা হয় না।"
- দিল্লির পরিস্থিতির জন্য BJP-কেই পরোক্ষভাবে দায়ী করেন CPI(M)-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি । তাঁর টুইটবার্তা, "কেন্দ্রীয় মন্ত্রীদের হিংসাত্মক মন্তব্য এই সংঘর্ষের জন্য দায়ি । তাঁরা গোলি মারোর মতো হিংসাত্মক মন্তব্য করেছিলেন ।" তিনি আরও একটি টুইটে লেখেন, "রাজধানীর এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী কোথায় ?"
- হাসপাতালে জখমদের সঙ্গে দেখা করতে GTB হাসপাতালে যান দিল্লির মুখ্যমন্ত্রী ও উপ-মুখ্যমন্ত্রী । পরিস্থিতি প্রসঙ্গে কেজরিওয়াল বলেন, "গোটা দেশ দিল্লির এই পরিস্থিতি নিয়ে চিন্তিত । দিল্লিতে যে হিংসাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা চিন্তার । সংঘর্ষে প্রাণ হারিয়েছে মানুষ । যদি হিংসা বাড়তে থাকে তবে তা প্রত্যেকের উপর প্রভাব ফেলবে । আমরা প্রত্যেকে রাজঘাটে এসে মহাত্মা গান্ধির কাছে প্রার্থনা করছি । তাঁর অহিংস পথ অনুসরণ করব ।"
- দিল্লি সংঘর্ষ নিয়ে মুখ খুলেছেন BJP সাংসদ গৌতম গম্ভীর । দলের কপিল মিশ্রকেই পরিস্থিতির জন্য দায়ি করেন । বলেন, "সংঘর্ষ শুরুর আগে কপিল মিশ্রর প্রকাশ্যে আসা বক্তব্য গ্রহণযোগ্য নয় । সংঘর্ষের জন্য দায়ি ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত ।"