পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি হিংসা : বিধানসভার তলবে এল না ফেসবুক; "অপমানজনক", বললেন চাড্ডা - ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডাইরেক্টর অজিত মোহন

দিল্লি হিংসায় কি দায়ি ছিল ফেসবুকও ? খতিয়ে দেখছে দিল্লি বিধানসভার একটি কমিটি । আজ তাদের তরফে ফেসবুককে ডেকে পাঠানো হয়েছিল । কিন্তু ফেসবুক আসেনি ।

facebook
facebook, ফাইল ছবি

By

Published : Sep 15, 2020, 3:40 PM IST

দিল্লি, 15 সেপ্টেম্বর : দিল্লি হিংসায় কি দায়ি ছিল ফেসবুকও ? এই প্রশ্নই উঠেছে সম্প্রতি । অভিযোগ উঠেছে, হিংসায় মদত দিতে পারে এরকম পোস্ট মুছে দেয়নি ফেসবুক (ইন্ডিয়া) । বিষয়টি তদন্ত করছে দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি কমিটি । আজ ফেসবুক কর্তৃপক্ষকে আবার তলব করেছিল এই কমিটি । কিন্তু তারা আসেনি । তাদের দাবি, ইতিমধ্যেই ফেসবুকের তরফে সংসদীয় কমিটির কাছে সাক্ষ্য জমা দেওয়া হয়েছে ।

শুধুমাত্রই দিল্লির হিংসা নয় । এর আগেও ফেসবুক ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা নির্দিষ্ট একটি দলের পক্ষপাতিত্ব করছে । সরব হয়েছে বিরোধীরা । এই অভিযোগের জবাব চেয়ে লোকসভার সংসদীয় কমিটির তরফেও সমন পাঠানো হয় ফেসবুক কর্তৃপক্ষকে ।

দিল্লি হিংসায় ফেসবুকে যে উসকানিমূলক পোস্ট করা হয়েছিল, ফেসবুক সেই পোস্ট আদৌ মুছেছিল কি না খতিয়ে দেখছে দিল্লি বিধানসভার নির্দিষ্ট কমিটি । এই কমিটির অধ্যক্ষ AAP বিধায়ক রাঘব চাড্ডা । সেই সূত্রেই ফেসবুককে তারা তলব করে । ফেসবুক কর্তৃপক্ষকে জবাবদিহি করতে বলে । সমন পাঠানো হয় ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর তথা ভাইস প্রেসিডেন্ট অজিত মোহনকে । আজ ফেসবুকের তরফে কেউ উপস্থিত ছিলেন না । ফেসবুকের তরফে বিধানসভার কমিটিকে চিঠিতে জানানো হয়, "ফেসবুকের কোনও বিষয় খতিয়ে দেখবে কেন্দ্র । এছাড়াও দিল্লির আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণভার রয়েছে কেন্দ্রের উপরেই ।"

রাঘব চাড্ডা এর সমালোচনা করে বলেন, ফেসবুক দিল্লি বিধানসভার অপমান এবং অবমাননা করেছে । কমিটির তরফে জানানো হয়, "এটি দিল্লির ঘটনা । ফেসবুক কীভাবে বলল তা কমিটি খতিয়ে দেখার কথা নয় ? কমিটির সামনে উপস্থিত না থাকতে চাওয়ার অর্থ দিল্লি হিংসায় ফেসবুকের ভূমিক গোপনের চেষ্টা । "

এখন আবার আলোচনায় দিল্লি হিংসার প্রসঙ্গ । সেই হিংসায় কাদের মদত ছিল, চার্জশিট পেশ করেছে দিল্লি পুলিশ । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র উমর খালিদকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে । বেআইনি কার্যকলাপ নিরোধক আইনের আওতায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে । এইদিকে চার্জশিটে রয়েছে CPI(M)-র সম্পাদক সীতারাম ইয়েচুরি, স্বরাজ অভিযানের নেতা যোগেন্দ্র যাদব এবং শিক্ষাবিদ জয়তী ঘোষ ও অপূর্বানন্দের নাম । জয়তী জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক । অপূর্বানন্দ দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ।

ফেসবুক আজ কেন তদন্ত কমিটির সামনে উপস্থিত থাকল না ? তবে কি দিল্লি হিংসার জন্ কোনওভাবে ফেসবুক দায়ি ? তাদের অনুপস্থিতি উসকে দিচ্ছে সেই প্রসঙ্গকেই ।

ABOUT THE AUTHOR

...view details