দিল্লি, 15 সেপ্টেম্বর : দিল্লি হিংসায় কি দায়ি ছিল ফেসবুকও ? এই প্রশ্নই উঠেছে সম্প্রতি । অভিযোগ উঠেছে, হিংসায় মদত দিতে পারে এরকম পোস্ট মুছে দেয়নি ফেসবুক (ইন্ডিয়া) । বিষয়টি তদন্ত করছে দিল্লি বিধানসভার শান্তি ও সম্প্রীতি কমিটি । আজ ফেসবুক কর্তৃপক্ষকে আবার তলব করেছিল এই কমিটি । কিন্তু তারা আসেনি । তাদের দাবি, ইতিমধ্যেই ফেসবুকের তরফে সংসদীয় কমিটির কাছে সাক্ষ্য জমা দেওয়া হয়েছে ।
শুধুমাত্রই দিল্লির হিংসা নয় । এর আগেও ফেসবুক ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তারা নির্দিষ্ট একটি দলের পক্ষপাতিত্ব করছে । সরব হয়েছে বিরোধীরা । এই অভিযোগের জবাব চেয়ে লোকসভার সংসদীয় কমিটির তরফেও সমন পাঠানো হয় ফেসবুক কর্তৃপক্ষকে ।
দিল্লি হিংসায় ফেসবুকে যে উসকানিমূলক পোস্ট করা হয়েছিল, ফেসবুক সেই পোস্ট আদৌ মুছেছিল কি না খতিয়ে দেখছে দিল্লি বিধানসভার নির্দিষ্ট কমিটি । এই কমিটির অধ্যক্ষ AAP বিধায়ক রাঘব চাড্ডা । সেই সূত্রেই ফেসবুককে তারা তলব করে । ফেসবুক কর্তৃপক্ষকে জবাবদিহি করতে বলে । সমন পাঠানো হয় ফেসবুক ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর তথা ভাইস প্রেসিডেন্ট অজিত মোহনকে । আজ ফেসবুকের তরফে কেউ উপস্থিত ছিলেন না । ফেসবুকের তরফে বিধানসভার কমিটিকে চিঠিতে জানানো হয়, "ফেসবুকের কোনও বিষয় খতিয়ে দেখবে কেন্দ্র । এছাড়াও দিল্লির আইন-শৃঙ্খলার নিয়ন্ত্রণভার রয়েছে কেন্দ্রের উপরেই ।"