পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে মৃতের সংখ্যা বেড়ে 47, দক্ষিণ-পূর্ব দিল্লি স্বাভাবিক বলে দাবি পুলিশের - দিল্লি হিংসা ২০২০

উত্তর-পূর্ব দিল্লি থেকে হিংসাত্মক সংঘর্ষ এবং মৃত্যুর খবর পাওয়ার পরেই আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে । দিল্লি পুলিশের তরফে একটি টুইট করে জানানো হয় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দক্ষিণ-পূ্র্ব দিল্লিতে । পশ্চিম দিল্লিতে কোনও হিংসা ছড়ায়নি । এইদিকে উত্তর-পূর্ব দিল্লিতে উদ্ধার হয়েছে আরও তিনটি মৃতদেহ । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 47 ।

delhi
দিল্লি

By

Published : Mar 1, 2020, 11:47 PM IST

Updated : Mar 2, 2020, 2:52 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : আজও উত্তপ্ত উত্তর-পূর্ব দিল্লি । উদ্ধার করা হয়েছে আরও তিনটি মৃতদেহ । এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল 47 । গোকলপুরিতে একটি নালা থেকে একজনের মৃতদেহ উদ্ধার করা হয় । বাকি দুটি মৃতদেহ ভাগীরথী বিহারের একটি নালা থেকে উদ্ধার করেছে দিল্লি পুলিশ । এদিকে দক্ষিণ-পূর্ব বা পশ্চিম দিল্লিতে হিংসাত্মক কোনও ঘটনা ঘটেনি বলে জানিয়েছে দিল্লি পুলিশ । সোশাল মিডিয়ায় হিংসার যে তথ্য ছডা়নো হচ্ছে তা মিথ্যা । সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার আর্জি জানিয়েছে পুলিশ ।

উত্তর-পূর্ব দিল্লি থেকে সংঘর্ষ এবং মৃত্যুর খবর পাওয়ার পরেই আতঙ্ক ছড়ায় মানুষের মধ্যে । দিল্লি পুলিশের তরফে একটি টুইট করে জানানো হয়, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দক্ষিণ-পূ্র্ব দিল্লিতে । পশ্চিম দিল্লিতে কোনও হিংসা ছড়ায়নি । টুইটে লেখা হয়, "দক্ষিণ-পূর্ব এবং পশ্চিম দিল্লির পরিস্থিতির কিছু ভুয়ো তথ্য সোশাল মিডিয়ায় ছড়ানো হয়েছে । এসব গুজব । এই গুজবে কান দেবেন না । দিল্লি পুলিশ পরিস্থিতির উপর নজর রাখছে । ভুয়ো খবর কারা ছড়াচ্ছে সেই দিকেও নজর রাখা হচ্ছে এবং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করা হবে । "

দক্ষিণ-পূর্ব দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার বলেন, "পরিস্থিতি এখন স্বাভাবিক । আমরা অনেক ফোনকল পেয়েছি । প্রত্যেক কল মিথ্যা প্রমাণিত হয়েছে । আমরা এলাকায় নজর রাখছি । মানুষের সঙ্গে কথা বলছি ।"

আজ উত্তর-পূর্ব দিল্লিতে আরও তিনজনের মৃতদেহ উদ্ধার হয় । দিল্লি হিংসায় এখনও পর্যন্ত 200-র বেশি মানুষ জখম হয়েছেন । লুটপাট চালায় সশস্ত্র দুষ্কৃতীরা । জ্বালিয়ে দেয় ঘরবাড়ি, দোকানপাট । বিরোধীরা বারবার অভিযোগ করছেন, দিল্লি সংঘর্ষে নিশানা হয়েছেন সংখ্যালঘুরা । তাঁদের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে । এর প্রতিবাদে সরব বিরোধীরা।

Last Updated : Mar 2, 2020, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details