পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোরাদাবাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর - বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিকাশ ত্যাগী । বৃষ্টিতে ঘরে জল ঢুকে যাওয়ায় ইনভার্টারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি ।

Vikash tyagi delhi university professor died
Vikash tyagi delhi university professor died

By

Published : Jul 20, 2020, 5:00 PM IST

মোরাদাবাদ, 20 জুলাই : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিকাশ ত্যাগী । বয়স হয়েছিল 37 বছর ।

জানা গেছে, লকডাউনের কারণে তিনি মোরাদাবাদে নিজের বাড়িতে ফিরেছিলেন । গতরাতে প্রবল বৃষ্টির জেরে তাঁদের বাড়ির নিচের তলায় জল ঢুকে গিয়েছিল । বিকাশবাবু ইনভার্টারের বিদ্যুৎ সংযোগ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন । ঘটনাস্থানেই তিনি সংজ্ঞা হারান । পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করা হয় ।

বিকাশবাবুর এক আত্মীয় হেমন্ত জানান, সামান্য বৃষ্টিতেই এলাকায় জল জমে যায় । বাড়িতে জল ঢুকে যায় । প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি । বলেন, "প্রশাসন তৎপর হয়ে সঠিক সময় পদক্ষেপ করলে, আমার ভাইকে অকালে এভাবে চলে যেতে হত না ।"

বিকাশবাবু দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভাস্করাচার্য কলেজ অফ অ্যাপ্লাইড সায়েন্সের পদার্থ বিজ্ঞান বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলেন ।

ABOUT THE AUTHOR

...view details