পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পরীক্ষা বাড়ানোর জন্য টেস্টিং কিটের আমদানি করছে দিল্লি - অরবিন্দ কেজরিওয়াল

প্রতিনিয়ত যেভাবে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা দেখে দ্রুত ব়্যানডম টেস্টিং কিট আমদানি করতে চলেছে রাজধানী দিল্লি। আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের সঙ্গে বৈঠকের পর এমনই সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

অমিত-কেজরিওয়াল বৈঠক
কোরোনা পরিস্থিতি নিয়ে দিল্লি সরকারের সঙ্গে বৈঠক অমিতের

By

Published : Jun 15, 2020, 6:38 AM IST

দিল্লি, 14 জুন: রাজধানী দিল্লিতে যেভাবে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা দেখে উদ্বিগ্ন কেন্দ্র থেকে দিল্লি সরকার। তাই কোরোনা পরিস্থিতিকে দ্রুত নিয়ন্ত্রণে আনতে আজ দিল্লি সরকারের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন। বৈঠকে অমিত শাহ জানিয়েছেন, কোরোনা পরিস্থিতি মোকাবিলায় দিল্লি সরকারকে সব রকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার। বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির লেফটনেন্ট গভর্নর অনিল বইজাল এবং মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। প্রথমধাপের বৈঠকটি শুরু হয় আজ সকাল 11টায়। প্রায় 75 মিনিট ধরে চলে বৈঠক। পরের বৈঠক শুরু হয় বিকেল 5টায়।

সূত্রের খবর, অমিত শাহ কোরোনা মোকাবিলায় দিল্লি সরকারকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। বৈঠকে কেজরিওয়াল স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, বর্তমানে চিকিৎসার বিষয়ে দিল্লির কী হাল এবং ভবিষ্যতে চিকিৎসার জন্য কী কী ব্যবস্থার প্রয়োজন। দ্বিতীয় দফার বৈঠকটি হয় মুখ্যমন্ত্রী, লেফটনেন্ট গভর্নরের সঙ্গে দিল্লির তিন পৌরনিগমের মেয়রের।

এর আগে 10 জুন কোরোনা পরিস্থিতি নিয়ে অমিত শাহের সঙ্গে আরও একটি বৈঠক করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই বৈঠকের বিষয়ে মুখ্যমন্ত্রী টুইট করে জানিয়েছিলেন। বর্তমানে দিল্লিতে 38,958 জন কোরোনা আক্রান্ত ধরা পড়েছে। এর মধ্যে সক্রিয় কেস রয়েছে 22,742 । এখনও পর্যন্ত 14,945 জন কোরোনামুক্ত হয়ে উঠেছেন। আর মৃত্যু হয়েছে 1,271 জনের।

16 এবং 17 জুন কোরোনা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে অরবিন্দ কেজরিওয়াল লকডাউনে ক্ষতিগ্রস্ত অর্থনীতির জন্য আনলক ওয়ানে নিজেই কিছু গাইডলাইন দিয়েছেন। যদিও এই আনলকের মধ্যেও কোরোনা সংক্রমণ রুখতে তিনি বন্ধ রেখেছেন, মেট্রো, সিনেমা হল, শপিং মল, জিম, সুইমিং পুল ও বিনোদনমূলক পার্ক।

প্রসঙ্গত, শুক্রবারই দিল্লিতে কোরোনা রোগীদের চিকিৎসায় অব্যবস্থা এবং কোরোনার নমুনা পরীক্ষা কমে যাওয়ায় দিল্লি সরকারকে ভর্ৎসনা করে সুপ্রিম কোর্ট। এরপরেই দিল্লিতে কোরোনা চিকিৎসার জন্য বেড বাড়াতে এবং লালারসের নমুনা পরীক্ষা বাড়াতে তৎপর হয় দিল্লি প্রশাসন।

ABOUT THE AUTHOR

...view details