পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

31 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, সিদ্ধান্ত দিল্লি সরকারের - কোরোনা

আনলক-5 এ ঘোষণা করা হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সরকার চাইলে স্কুল খুলতে পারে ৷ কিন্তু কোরোনা পরিস্থিতিতে দিল্লি সরকার প্রথমে স্কুল খোলার সিদ্ধান্ত নিলেও পরে তা পিছিয়ে 31 অক্টোবর করে দেয় ৷

ছবি
ছবি

By

Published : Oct 4, 2020, 5:56 PM IST

দিল্লি, 4 অক্টোবর : রাজধানীতে এখনই খুলছে না স্কুল ৷ কোরোনার জেরে এই সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার ৷ আজ দুপুরে উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, 31 অক্টোবর পর্যন্ত বন্ধ রাখা হবে সব স্কুল ৷

এর আগে দিল্লি সরকার ঘোষণা করেছিল, 5 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে স্কুলগুলি ৷ তবে অনুমতি মিলেছিল অনলাইন ক্লাসের ৷ তবে সব কিছুই চলবে সামাজিক দূরত্ব বজায় রেখে ৷

এই বিষয়ে মণীশ সিসোদিয়া বলেন, " 31 অক্টোবর পর্যন্ত দিল্লির সব স্কুল বন্ধ রাখা হবে ৷ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল অভিভাবকদের উদ্দেশে বার্তা দিয়ে বলেছেন সাম্প্রতিক সময় কতটা উদ্বেগজনক অভিভাবকদের ক্ষেত্রে তা তিনি বোঝেন ৷ সেই কারণেই তিনি শিশুদের স্বাস্থ্যের বিষয়ে কোনও ঝুঁকি নিতে চান না ৷"

গত সপ্তাহে কেন্দ্রীয় সরকারের তরফে আনলক 5 ঘোষণা করা হয় ৷ সেখানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারগুলিকে ১৫ অক্টোবরের পর থেকে গ্রেড পদ্ধতিতে স্কুল, কলেজ এবং অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিতে অনুমতি দেওয়া হয়েছিল । স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছিল, সাম্প্রতিক পরিস্থিতি মূল্যায়ন করেই সংশ্লিষ্ট স্কুল বা প্রতিষ্ঠানগুলি খোলার সিদ্ধান্ত নেওয়া যেতে পারে, তবে সামজিক দূরত্ব বজায় রেখেই সেই অনুমতি মিলেছিল ৷ আরও জানানো হয়েছিল, বাবা-মা'র সম্মতি থাকলে তবেই শিশু স্কুলে যেতে পারবে ৷ পাশাপাশি স্কুলগুলিকে SOP তৈরি করতে বলা হয়েছিল ৷

লকডাউনের কারণে মার্চ থেকে সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হয় ৷ তবে, এই প্যানডেমিকের মাঝামাঝি সময়ে স্কুলগুলি পুনরায় খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও, 10 বছরের কম বয়সিদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷ যদিও, মে মাসের মাঝামাঝি সময় থেকে অর্থনীতির বেশিরভাগ অংশ পুনরায় খোলা হয়েছে ৷ তবে, অনলাইন ক্লাস এবং সামাজিক দূরত্ব বিচার করেই স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ গত মাসে কনটেনমেন্ট জ়োনের বাইরে থাকা নবম এবং দশম শ্রেণির পড়ুয়াদের স্কুলে যাওয়ার অনুমতি মিলেছিল ৷ তবে তার ক্ষেত্রে শিক্ষার্থীদের অবশ্যই মা-বাবার লিখিত অনুমতিপত্র আনতে হবে ৷

ABOUT THE AUTHOR

...view details