পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু ও কাশ্মীরের প্রশাসনের মানসিকতা পরিবর্তন করুন, প্রধানমন্ত্রীকে বার্তা অধীরের - MANOJ SINHA

জম্মু ও কাশ্মীর নিয়ে প্রধানমন্ত্রীকে বার্তা অধীর চৌধুরির । বললেন, সরকারের মানসিকতায় পরিবর্তন না আনলে জম্মু ও কাশ্মীরের তেমন লাভ হবে না ।

ADHIR
ADHIR

By

Published : Aug 13, 2020, 12:13 AM IST

দিল্লি, 12 অগাস্ট : জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর বদল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি । টুইটারে তিনি লেখেন, "নরেন্দ্র মোদিজি, সরকারের প্রধান বদলে, সরকারের মানসিকতার পরিবর্তন না করে আপনি কাশ্মীর উপত্যকায় কোনও উল্লেখযোগ্য পরিবর্তন আনতে পারবেন না । "

তিনি আরও লিখেছেন, "জম্মু ও কাশ্মীরের স্থানীয় জনগোষ্ঠী আপনার প্রতি কীভাবে বিশ্বাস রাখবে ? কাশ্মীরে তিন জন শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছিল এবং সেটাও আপনি বিস্মৃতির অতলে করব দিয়ে ফেলেছেন । শারীরিকভাবে আপনি কাশ্মীরকে ধারণ করেছেন এবং নিয়ন্ত্রণ করেছেন তবে মানসিক দিক থেকে উপত্যকার মানুষ সরকারের কাছ থেকে চাঁদের মতো দূরত্বে সরে গেছে ।"

অধীর চৌধুরি আরও লিখেছেন, " উপত্যকায় বর্তমান প্রশাসনের জনগণের আস্থা পুনরুদ্ধার করা কঠিন কাজ । কারণ, প্রশাসন বারবার খুব বাজেভাবে ব্যর্থ হচ্ছে ।"

5 অগাস্ট জম্মু-কাশ্মীারের লেফটেন্যান্ট গভর্নর পদ থেকে ইস্তফা দেন গিরিশচন্দ্র মুর্মু ৷ এরপর তাঁকে দেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনেরাল (CAG)পদে নিযোগ করা হয় । 8 অগাস্ট তিনি শপথ নেন ।

2019 সালে 5 অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা অর্থাৎ 370 ধারা তুলে দেওয়া হয় ৷ 31 অক্টোবর কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে গিরিশচন্দ্র মুর্মু শপথ নেন। 370 ধারা প্রত্যাহারের ঠিক একবছরের মাথায় বুধবার রাতে ইস্তফা দেন তিনি । 6 অগাস্ট জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পদে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মনোজ সিনহাকে নিয়োগ করা হয় ৷

ABOUT THE AUTHOR

...view details