দিল্লি, 1 জানুয়ারি : দিল্লিতে পারদ পতন ক্রমবর্ধমান ৷ আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা গত 15 বছরের মধ্য সর্বনিম্ন তাপমাত্রা ৷ এর আগে 2006 সালের 8 জানুয়ারি দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 0.2 ডিগ্রি সেলসিয়াস ৷ আইএমডি-র তথ্য অনুযায়ী, গত বছর জানুয়ারিতে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল 2.4 ডিগ্রি সেলসিয়াস ৷
1.1 ডিগ্রি, 15 বছরে সর্বনিম্ন তাপমাত্রা দিল্লিতে
নতুন বছরের শুরুতেও রাজধানীতে বহাল থাকল পারদ পতন ৷ আজ দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা 1.1 ডিগ্রি সেলসিয়াস ৷ ঘন কুয়াশার চাদরে মোড়া গোটা শহর ৷ আগামী 3 তারিখ পর্যন্ত চলবে শৈত্যপ্রবাহ ৷
আঞ্চলিক পূর্বাভাস কেন্দের কর্ণধার কুলদীপ শ্রীবাস্তবের কথায়, সকাল 6 টায় ঘন কুয়াশাচ্ছন্ন ছিল সফদরজং এলাকা এবং পালাম এলাকা ৷ ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা নামে শূন্যে ৷ পাশাপাশি তিনি এও বলেন , মূলত পশ্চিমী ঝঞ্ঝার কারণেই দিল্লির তাপমাত্রা হবে উর্দ্ধমুখী ৷ জানুয়ারির 4 থেকে 5 তারিখ নাগাদ দিল্লির তাপমাত্রা বেড়ে হবে 8 ডিগ্রি সেলসিয়াস ৷ তবে জানুয়ারির 3 তারিখ পর্যন্ত বহাল থাকবে শৈত্যপ্রবাহ ৷
আইএমডি-র তথ্য অনুসারে, "খুব ঘন" কুয়াশা বলতে দৃশ্যমানতা যখন 0 থেকে 50 মিটারের মধ্যে থাকে। "ঘন" কুয়াশার ক্ষেত্রে, দৃশ্যমানতা যখন 51 থেকে 200 মিটারের মধ্যে থাকে । "মাঝারি" কুয়াশার ক্ষেত্রে দৃশ্যমানতা যখন 201 থেকে 500 মিটারের মধ্যে থাকে । এবং "অগভীর" কুয়াশা বলতে দৃশ্যমানতা যখন 501 এবং 1000 মিটারের মধ্যে থাকে ।