পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আতঙ্ক : 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকছে দিল্লির প্রাইমারি স্কুলগুলি - primary-schools-shut till 31 march

দিল্লিতে কোরোনা সংক্রমণ এড়াতে আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকছে সমস্ত প্রাইমারি স্কুল ।

ছবি
ছবি

By

Published : Mar 5, 2020, 6:29 PM IST

দিল্লি, 5 মার্চ : দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা 30 । পরিস্থিতির মোকাবিলায় গতকালই দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বে গঠিত হয়েছে টাস্ক ফোর্স । সংক্রমণ এড়াতে এবার ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে দিল্লির সমস্ত প্রাইমারি স্কুল ।

আজ টুইটে দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানান, কোরোনা সংক্রমণ প্রতিরোধে আগাম সতর্কতা হিসেবে আগামী 31 মার্চ পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত প্রাইমারি স্কুল । সরকারি, সরকারি সাহায্যপ্রাপ্ত, প্রাইভেট, MCD ও NDMC সমস্ত স্কুলকেই এই নির্দেশ মানতে হবে ।

সবমিলিয়ে দেশে কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 । দিল্লিতে কোরোনা আক্রান্ত ব্যক্তির থেকে আরও ছ'জনের শরীরে সংক্রামিত হয়েছে COVID-19 । পরিস্থিতির মোকাবিলায় 20টির বেশি হাসপাতালে বিশেষ ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে । বিদেশ থেকে আসা প্রত্যেকের থার্মাল স্ক্রিনিং করানো হচ্ছে । ভিড় এড়ানোর বার্তা দিয়ে এবার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী কেউই অংশ নিচ্ছেন না হোলির অনুষ্ঠানে ।

ABOUT THE AUTHOR

...view details