পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বাতাসে বিষ, এখনও আপৎকালীন ব্যবস্থা জারি দিল্লিতে - দিল্লি দূষণ

বাতাসের গুণগত মান এখনও বিপজ্জনক ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে আপৎকালীন ব্যবস্থাও জারি করা হয়েছে ৷ বাতাসের গুণগত পরিমাণের সূচকের তথ্য অনুসারে, দিল্লির লোধি এলাকায় বাতাসের গুণগত মান 'বিপজ্জনক' বিভাগে রয়েছে ৷

delhi pollution

By

Published : Nov 2, 2019, 9:54 AM IST

Updated : Nov 2, 2019, 10:40 AM IST

দিল্লি, 2 নভেম্বর : ধোঁয়াশার আচ্ছাদনে ছেয়ে রয়েছে দিল্লির আকাশ ৷ বাতাসের গুণগত মান এখনও বিপজ্জনক ৷ সুপ্রিম কোর্টের নির্দেশে আপৎকালীন ব্যবস্থাও জারি করা হয়েছে ৷

বাতাসের গুণগত পরিমাণের সূচকের তথ্য অনুসারে, দিল্লির লোধি এলাকায় বাতাসের গুণগত মান 'বিপজ্জনক' বিভাগে রয়েছে ৷ বায়ুদূষণের মাত্রা বৃদ্ধির কারণে গতকাল জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা (পাবলিক হেলথ্‌ এমারজেন্সি) ঘোষণা করা হয়েছে ৷

গাজ়িয়াবাদের ইন্দিরাপুরমেও বাতাসের গুণগত পরিমাণের সূচকের তথ্য অনুযায়ী, মাত্রা রয়েছে বিপজ্জনক বিভাগে ৷ জারি রয়েছে জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থা ৷ বাইরে বেরোলেই মুখে মাস্ক পরছেন ইন্দিরাপুরমের বাসিন্দারা ৷

দিল্লিতে ক্রমবর্ধমান দূষণের জন্য প্রতিবেশী রাজ্যগুলিকে দুষলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তিনি গতকাল টুইট করেন, 'প্রতিবেশী রাজ্যগুলিতে ফসল পোড়ানোর ফলে তৈরি ধোঁয়ার কারণেই দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে ৷' দূষণের মাত্রা বাড়তে থাকায় দিল্লির সমস্ত স্কুলগুলিকেও 5 নভেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়েছে ৷

দূষণের কারণে দিল্লির মাটিতে ভারত বনাম বাংলাদেশ প্রথম T20 ম্যাচ হওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল ৷ কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানান, এব্যাপারে এখন আর কিছু করার নেই ৷

Last Updated : Nov 2, 2019, 10:40 AM IST

ABOUT THE AUTHOR

...view details