পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি বিধানসভা নির্বাচন : সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটের হার 54.65 শতাংশ - delhi assembly election 2020

দিল্লি বিধানসভা নির্বাচন
দিল্লি বিধানসভা নির্বাচন

By

Published : Feb 8, 2020, 8:22 AM IST

Updated : Feb 8, 2020, 6:16 PM IST

18:05 February 08

  • সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটের হার 54.65 শতাংশ । গত 22 বছরে এই প্রথম ভোটের হার এত কম

17:52 February 08

দিল্লি, 8 ফেব্রুয়ারি : লোকসভা ভোটে অভাবনীয় সাফল্যের পর বেশ কিছু প্রশ্ন থেকেই গেছে ৷ বছর কুড়ি আগে সুষমা স্বরাজের হাতছাড়া জমি ফিরে পেতে দিল্লির বিধানসভা নির্বাচন পাখির চোখ নরেন্দ্র মোদি, অমিত শাহদের ৷ অন্যদিকে, সমীক্ষা বলছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির জয় নিশ্চিত ৷ ভোট দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল , প্রাক্তন রাষ্ট্রপতি সহ প্রমুখ । সন্ধ্যা 6টা পর্যন্ত ভোটের হার 54.65 শতাংশ । গত 22 বছরে এই প্রথম ভোটের হার এত কম ।

  •  বিকেল 5টা 40 মিনিট পর্যন্ত ভোট পড়ল 52.95 শতাংশ

17:27 February 08

17:27 February 08

  • শাহিনবাগে কড়া নিরাপত্তায় চলছে ভোট । শাহিনবাগ পাবলিক স্কুল ভোট গ্রহণ কেন্দ্রে ভোট দিচ্ছেন ভোটাররা ।

17:15 February 08

  • বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 44.52 শতাংশ

17:10 February 08

  • বিকেল 4টে 45 মিনিট পর্যন্ত ভোট পড়ল 43.66 শতাংশ

17:00 February 08

  • AAP-র তরফে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের উপর অভিযোগ আনা হয়েছিল , তিনি ভোটারদের মত পরিবর্তনের জন্য টাকা দিচ্ছেন । তার উত্তরে গিরিরাজ বলেন, আমি দোকানে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম । দোকানদার আমার পরিচিত ।

16:56 February 08

  • বিকেল 4টে পর্যন্ত 42.70 শতাংশ ভোট পড়েছে  ।

16:26 February 08

  • দিল্লির কামরাজ লেনের নির্বাচন কেন্দ্রে ভোট দিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ।
  • সঞ্চার ভবনে ভোট দিয়েছেন CPI(M) নেতা প্রকাশ করাত ।

16:08 February 08

নির্বাচন কেন্দ্রে প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়
  •  3টে পর্যন্ত দিল্লি বিধানসভা ভোটে 30.18 শতাংশ  ভোট ।
  • দুপুর 2টো পর্যন্ত ভোট পড়েছিল 28.14 শতাংশ ।

15:56 February 08

  • বেলা 1টা পর্যন্ত ভোট পড়ল 19.37 শতাংশ ৷

13:17 February 08

  • বেলা 12টা পর্যন্ত ভোট পড়ল 15.68 শতাংশ ৷

12:30 February 08

  • নির্মাণ ভবনে ভোট দিলেন নির্বাচন আধিকারিক সুনিল অরোরা ৷

12:28 February 08

  • নির্বাচন আধিকারিক সুশীল চন্দ্র ও তাঁর স্ত্রী নীলু চন্দ্র নিউ মোতিবাগের 99 নম্বর বুথে ভোট দিলেন ৷

12:26 February 08

  • ঔরঙ্গজ়েব লেনের একটি বুথে ভোট দিলেন BJP নেতা এল কে আদবানি ও তাঁর মেয়ে প্রতিভা আদবানি ৷

12:25 February 08

  • চাণক্যপুরির একটি বুথে ভোট দিলেন নির্বাচন আধিকারিক অশোক লাভাসা ও কংগ্রেস নেতা করণ সিং ৷

12:24 February 08

  • সকাল 11টা পর্যন্ত ভোট পড়ল 6.96 শতাংশ ৷

11:18 February 08

  • নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নির্মাণ ভবনে ভোট দিতে পৌঁছালেন কংগ্রেস অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধি ৷
  • তাঁর সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধি বঢরা ৷

11:10 February 08

  • ঔরঙ্গজ়েব রোডের বুথে ভোট দিতে পৌঁছালেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷

11:07 February 08

  • চিত্তরঞ্জন পার্কের SDMC প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিলেন 110 বছর বয়সি কালীতারা মণ্ডল ৷
  • তিনি দিল্লির প্রবীণতম ভোটার ৷

11:02 February 08

  • জামিয়া নগরে বুথের বাইরে ভোটারদের ভিড় ৷

10:59 February 08

  • ভোট দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও তাঁর স্ত্রী গুরশরন সিং ৷

10:51 February 08

  • রাজেন্দ্র প্রসাদ কেন্দ্রীয় বিদ্যালয়ে ভোট দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও তাঁর স্ত্রী সবীতা কোবিন্দ ৷

10:44 February 08

সস্ত্রীক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ
  • সপরিবারে ভোট দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷
  • তাঁর ছেলে এবার প্রথম ভোট দিলেন ৷
  • যুব সমাজকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কেজরিওয়াল ৷

10:34 February 08

সপরিবারে অরবিন্দ কেজরিওয়াল
  • বাবারপুর প্রাথমিক বিদ্যালয় বুথে উপস্থিত একজন ভোট কর্মীর আকস্মিক মৃত্যু ৷
  • উত্তর দিল্লির বাবারপুরে মৃত ভোট কর্মীর নাম উধম সিং ৷
  • তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৷

10:30 February 08

  • ভোট দিলেন পতপরগঞ্জ বিধানসভা কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী ও দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও তাঁর স্ত্রী সীমা সিসোদিয়া ৷

10:29 February 08

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও তাঁর স্ত্রী সীমা সিসোদিয়া
  • শকারপুরে MCD প্রাথমিক বিদ্যালয়ে পরিবারের সঙ্গে ভোট দিলেন এক নবদম্পতি ৷

10:22 February 08

বুথের সামনে ভোটারদের লাইন

ভোট দিয়ে অরবিন্দ কেজরিওয়াল বললেন,

  • আমি সকলকে বিশেষ করে মহিলাদের আবেদন করছি ৷ সকলে তাঁদের ভোট দিন ৷
  • দিল্লিতে হওয়া কাজের উপর ভিত্তি করে মানুষ ভোট দেবেন ৷
  • তৃতীয়বারও আম আদমি পার্টি ক্ষমতায় ফিরবে ৷

10:16 February 08

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • ঔরঙ্গজ়েব রোডের 81 ও 82 নম্বর বুথে বাড়তে শুরু করেছে ভোটারদের ভিড় ৷

10:09 February 08

  • রাজিন্দর নগর কেন্দ্রের আম আদমি পার্টির প্রার্থী রাঘব চাড্ডা তাঁর ভোট দিলেন ৷
  • এই কেন্দ্রে তাঁর বিপরীতে কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন রকি তুসীদ ৷
  • এই কেন্দ্রে BJP প্রার্থী আর পি সিং ৷

10:08 February 08

বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটারদের সংখ্যা

বাড়ি থেকে ভোট দিতে বেরোলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷

10:06 February 08

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

দিল্লির দক্ষিণ এক্সটেনশন পার্ট-2 এর একটি বুথে ভোট দিলেন BJP-র সাংসদ মীনাক্ষী লেখি ৷

09:58 February 08

আম আদমি পার্টির প্রার্থী রাঘব চাড্ডা
  • সর্দার প্যাটেল বিদ্যালয়ের 114 নম্বর বুথেও কাজ করছে না EVM ৷ বন্ধ ভোট গ্রহণ ৷

09:50 February 08

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
  • টেগর গার্ডেন এক্সটেনশেনের 161 নম্বর বুথে ভোট দিলেন চাঁদনি চক বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা ৷
  • তিনি আম আদমি পার্টির প্রার্থী প্রহ্লাদ সিং সাহনির বিপরীতে দাঁড়িয়েছেন ৷
  • এই কেন্দ্রে BJP-র হয়ে রয়েছেন সুমন গুপ্তা ৷

09:47 February 08

BJP-র সাংসদ মীনাক্ষী লেখি

সকাল ন'টা পর্যন্ত 2.8 শতাংশ ভোট হয়েছে ৷

09:37 February 08

  • নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে উপস্থিত প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও RSS নেতা রাম লাল ৷
  • এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷
  • BJP-র হয়ে দাঁড়িয়েছেন সুনিল যাদব ৷
  • কংগ্রেসের হয়ে দাঁড়িয়েছেন রমেশ সভরওয়াল ৷

09:36 February 08

কংগ্রেস প্রার্থী অলকা লাম্বা
  • মা'কে সঙ্গে নিয়ে কৃষ্ণনগরের রতনদেবী পাবলিক স্কুলে ভোট দিতে গেলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণ ৷

09:29 February 08

  • NDMC স্কুলে ভোট দিলেন বিচারপতি আর ভানুমতি ৷

09:29 February 08

প্রাক্তন উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও RSS নেতা রাম লাল
  • মাতিয়ালা বিধানসভা কেন্দ্রের একটি বুথে BJP সাংসদ পরবেশ বর্মা তাঁর ভোট দিলেন ৷
  • এই কেন্দ্রে BJP-র হয়ে দাঁড়িয়েছেন রাজেশ গেহলত ৷
  • এই কেন্দ্র থেকে কংগ্রেসের প্রার্থী সুমেশ শোকীন ৷
  • আম আদমি পার্টির প্রার্থী বর্তমান বিধায়ক গুলাব সিং যাদব ৷

09:16 February 08

সস্ত্রীক অনিল বাইজাল
  • EVM-এ প্রযুক্তিগত ত্রুটির জন্য যমুনা বিহারের বুথে ভোটগ্রহণ পর্ব শুরু করা যায়নি ৷

09:10 February 08

মায়ের সঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধণ
  • তুঘলক ক্রিসেন্টে NDMC স্কুলে ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷
  • তিনি বলেন, ভোট দেওয়া প্রতিটি নাগরিকের নূন্যতম কাজ ৷ বুথে গিয়ে ভোট দেওয়াটা খুবই দরকার ৷

09:07 February 08

বিচারপতি আর ভানুমতি
  • কোরাল বাঘ বিধানসভা কেন্দ্রের ঝন্ডেওয়ালার বুথে পৌঁছেছেন BJP নেতা রাম মাধব ৷
  • এই কেন্দ্রে আম আদমি পার্টির প্রার্থী বিধায়ক বিশেষ রবি ৷
  • এছাড়া, BJP-র যোগেন্দ্র চান্ডোলিয়া ও কংগ্রেসের গৌরব ধনক এই কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন ৷

09:03 February 08

ভোট দিলেন BJP-র সাংসদ পরবেশ বর্মা

কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের BJP-র প্রার্থী ডঃ অনিল গোয়েল জানান,

  • আমি বিশ্বাসী, আগামী পাঁচ বছরে দিল্লি পাবে 'সাফ পানি, সাফ হাওয়া ও সাফ ব্যবহার' ৷

09:00 February 08

কৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের BJP-র প্রার্থী ডঃ অনিল গোয়েল জানান,

  • আমি বিশ্বাসী, আগামী পাঁচ বছরে দিল্লি পাবে 'সাফ পানি, সাফ হাওয়া ও সাফ ব্যবহার' ৷

09:00 February 08

ভোট দিলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর

দিল্লি মুখ্য নির্বাচন আধিকারিক রণবীর সিং জানান,

  • মোট ভোটারের সংখ্যা 1 কোটি 47 লাখ 86 হাজার 382 ৷ যার মধ্যে 18-19 বছর বয়সি ভোটার সংখ্যা 2 লাখ 32 হাজার 815 ৷পুরুষ ভোটার সংখ্যা 81 লাখ 5 হাজার 236 ৷
  • মহিলা ভোটার সংখ্যা 66 লাখ 80 হাজার 277 ৷
  • সার্ভিস ভোটার সংখ্যা 11 হাজার 608 ৷
  • তৃতীয় লিঙ্গ ভোটার সংখ্যা 869 ৷
  • প্রবীণ নাগরিক ভোটারদের সংখ্যা 2 লাখ 4 হাজার 830 ৷

08:51 February 08

বুথের সামনে দেখা গেল BJP নেতা রাম মাধব
  • আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ পর্ব ৷
  • দিল্লির 70টি বিধানসভা কেন্দ্রে মোট 672জন প্রার্থীদের মধ্যে প্রতিনিধি বাছা হবে ৷
  • ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে করার জন্য পুলিশের তরফে 40 হাজার সিকিউরিটি পারসোনেল, 19 হাজার হোমগার্ড এবং 190 কম্পানি কেন্দ্রীয় স্বশস্ত্র বাহিনী নামানো হয়েছে ৷

08:46 February 08

BJP প্রার্থী অনিল গোয়েল

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

08:36 February 08

বুথের সামনে ভোটারদের ভিড়

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

08:29 February 08

ভোট দিতে লম্বা লাইনে সাধারণ মানুষ

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

08:11 February 08

সকালবেলায় বিভিন্ন বুথের সামনে লম্বা লাইন ৷

Last Updated : Feb 8, 2020, 6:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details