পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে ফের কেজরি ঝড় - Delhi Assembly election result 2020

দিল্লি লড়াই
দিল্লি লড়াই

By

Published : Feb 11, 2020, 7:19 AM IST

Updated : Feb 11, 2020, 5:53 PM IST

17:42 February 11

দিল্লি, 11 ফেব্রুয়ারি : বছর ছয়েক আগে ঝড় তুলেছিলেন দিল্লির বুকে ৷ কেজরিওয়ালের ঝড়ে সেবার পর পর দু'বার উড়ে গিয়েছিল বিরোধীরা ৷ 2015-তে বিরোধীশূন্য হয়ে গিয়েছিল দিল্লি ৷ এবারে বুথ ফেরত সমীক্ষাও বলেছিল ফের একবার আম আদমি পার্টিতেই ভরসা রাখতে চলেছেন সেখানকার মানুষ ৷ মিলল বুথ ফেরত সমীক্ষা । দিল্লিতে ফের ক্ষমতায় আসছেন কেজরিওয়াল । 70টি আসনের মধ্যে 62টি আসন জিতল AAP । 8টি আসন রইল BJP-র দখলে । জয়ের পর কেজরিওয়াল দিল্লিবাসীর উদ্দেশে বলেন, দিল্লিতে নতুন ঘরানার রাজনীতির সূত্রপাত হল । এই ফলাফল এক নতুন শুরু ।

  • 70টি আসনে 62টি আসন জিতল AAP । 8টি BJP-র দখলে । 

17:20 February 11

  • 62টি আসন AAP-র দখলে ।  BJP-র 7টি আসন । পাশাপাশি 1টি আসনে এগিয়ে BJP

16:27 February 11

  • 62টি আসন AAP-র দখলে । এগিয়ে 1টি আসনে । BJP-র 7টি আসন ।
  • দিল্লিবাসীর উদ্দেশে কেজরিওয়াল বলেন, রাজধানীতে নতুন রাজনীতি শুরু । দিল্লির মানুষকে ধন্যবাদ জানানোর ভাষা নেই । 

15:54 February 11

  • 61টি আসন জয় AAP-র । 2টি আসনে এগিয়ে । BJP-র দখলে 7 

15:46 February 11

  • এখনও পর্যন্ত 60 টি আসন জয় AAP-র । এগিয়ে 3 টিতে । BJP-র দখলে 7 টি আসন 

13:40 February 11

  • নয়াদিল্লি কেন্দ্রে জয়লাভ করলেন অরবিন্দ কেজরিওয়াল ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP-র সুনিলকুমার যাদব ৷
  • গ্রেটার কৈলাসে জয়লাভ করলেন AAP প্রার্থী সৌরভ ভরদ্বাজ ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী শিখা রায় ৷
  • কোন্দলিতে জয়লাভ করলেন AAP প্রার্থী কুলদীপ কুমার ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী রাজ কুমার ৷
  • রাজিন্দর নগর কেন্দ্রে জয়লাভ করলেন AAP প্রার্থী রাঘব চড্ডা ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী সরদার আর পি সিং ৷

13:27 February 11

  • ওখলা বিধানসভা কেন্দ্রেও জয়লাভ করলেন আম আদমি পার্টির প্রার্থী আমানাতুল্লাহ খান ৷ নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP-র ব্রহম সিং ৷

12:59 February 11

আরও দু'টি আসনে জয়ী AAP ৷ এখনও পর্যন্ত মোট পাঁচটি আসনে জয়লাভ করল তারা ৷

  • তিলকনগর বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন আম আদমি পার্টির প্রার্থী জার্নেইল সিং ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী রাজীব বব্বর ৷
  • বুরারি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করলেন AAP প্রার্থী সঞ্জীব ঝা ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনতা দল (ইউনাইটেড)-র শৈলেন্দ্র কুমার ৷

12:08 February 11

সিলামপুর বিধানসভা কেন্দ্রে জয়ী AAP প্রার্থী আবদুল রহমান

তিনটি আসনে জয়লাভ AAP-র ৷

  • সিলামপুর বিধানসভা কেন্দ্রে থেকে জয়লাভ করলেন আম আদমি পার্টির প্রার্থী আবদুল রহমান ৷ এই আসনে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী কৌশল কুমার মিশ্র ৷
  • সংগম বিহার কেন্দ্র থেকে আম আদমি পার্টির প্রার্থী দিনেশ মোহানিয়া জয়লাভ করেছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জনতা দল (ইউনাইটেড)-র প্রার্থী শিবচরণ লাল গুপ্তা ৷
  • AAP প্রার্থী প্রকাশ জারওয়াল দেওলি বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছেন ৷ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী BJP প্রার্থী অরবিন্দ কুমার ৷

11:49 February 11

  • সাত রাউন্ডের শেষে BJP প্রার্থী আশিস সুদের বিপরীতে এগিয়ে রয়েছেন AAP প্রার্থী রাজেশ ঋষি ৷

11:48 February 11

  • মুম্বইয়ের আন্ধেরিতে আনন্দে মেতেছেন আম আদমি পার্টির কর্মী-সমর্থকরা ৷

11:15 February 11

  • তৃতীয় রাউন্ড ভোট গণনার পর BJP প্রার্থী রবি নেগির কাছে 1427 ভোটে পিছিয়ে রয়েছেন মনীশ সিসোদিয়া ৷

11:15 February 11

মডেল টাউনে এগিয়ে রয়েছেন AAP প্রার্থী অখিলেশ ত্রিপাঠী ৷ তিনি বলেন, 

  • যারা অরবিন্দ কেজরিওয়ালের প্রতি বিশ্বাস করেছেন, তাদের সকলকে ধন্যবাদ ৷ 
  • মানুষ এমন একটা সরকার চায়, যে নাগরিকদের খেয়াল রাখে ৷
  • দিল্লিবাসী উন্নয়নের জন্য ভোট দিয়েছে ৷ সকলকে ধন্যবাদ ৷

11:14 February 11

কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরি বললেন, 

  • সবাই জানত তৃতীয়বারও ক্ষমতায় আসবে আম আদমি পার্টি ৷
  • কংগ্রসের এই পরাজয় ভালো বার্তা আনবে না ৷

10:34 February 11

এখনও পর্যন্ত দিল্লি নির্বাচনের ফলাফল

সকাল সাড়ে 10টা পর্যন্ত গণনায় 47টি আসনে এগিয়ে রয়েছে AAP ৷ 19টিতে এগিয়ে রয়েছে BJP ৷

10:34 February 11

  • প্রথম রাউন্ডের পর তীলকনগর থেকে এগিয়ে রয়েছেন AAP প্রার্থী জর্নৈল সিং ৷

10:32 February 11

দিল্লি চাঁদনি চক বিধানসভা কেন্দ্র

  • AAP প্রার্থী পরলাদ সিং সওনে- 6043 ভোট
  • কংগ্রেস প্রার্থী অলকা লম্বা- 157 ভোট
  • BJP প্রার্থী- 67 ভোট

10:31 February 11

দিল্লি BJP প্রধান মনোজ তিওয়ারি বলেন,

  • প্রাথমিক গতিপ্রকৃতি AAP-BJP এর মধ্যে গ্যাপটা বুঝিয়ে দিচ্ছে ৷
  • এখনও সময় আছে ৷ আমরা আশাবাদী ৷
  • যাই ফল আসুক রাজ্য প্রধান হিসেবে সব দায় আমার ৷

10:12 February 11

  • মডেল টাউনে 98 ভোটে এগিয়ে রয়েছেন BJP প্রার্থী কপিল মিশ্র ৷
  • পতপরগঞ্জ থেকে 112 ভোটে এগিয়ে AAP-র মনীশ সিসোদিয়া ৷

10:01 February 11

  • নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রে 2026 ভোটে এগিয়ে অরবিন্দ কেজরিওয়াল ৷

09:55 February 11

  • ওখলা বিধানসভা কেন্দ্র থেকে 214 ভোটে এগিয়ে আছেন BJP প্রার্থী ব্রহম সিং ৷ 

09:55 February 11

  • প্রথম রাউন্ডের পর হরিনগর কেন্দ্র থেকে BJP প্রার্থী তাজিন্দর পাল সিংয়ের বিপরীতে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী রাজকুমারী ধিলন ৷

09:55 February 11

সৌরভ ভরদ্বাজ বলেন,

  • দিল্লিবাসী আমাদের সরকারের মডেলকে স্বাগত জানিয়েছে ৷
  • গণনাকেন্দ্রে আমি এখন দেখতে পাচ্ছি, BJP প্রার্থী থেকে আমি দ্বিগুণ ভোটে এগিয়ে রয়েছি ৷ 

09:45 February 11

  • গ্রেটার কৈলাস বিধানসভা কেন্দ্র থেকে AAP প্রার্থী সৌরভ ভরদ্বাজ 1505 ভোটে এগিয়ে রয়েছেন ৷

09:33 February 11

  • প্রথম রাউন্ড ভোট গণনার শেষে নাঙ্গলোই জাট বিধানসভা কেন্দ্র থেকে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থী রঘুবিন্দ্র শোকীন ৷

09:22 February 11

  • গোলে মার্কেটের গণনাকেন্দ্রে উপস্থিত রাজিন্দর নগরের AAP প্রার্থী রাঘব চড্ডা ৷

09:15 February 11

  • শুরুতেই অনেকটা এগিয়ে দল ৷ আম আদমি পার্টির দিল্লির সদর কার্যালয়ে শুরু উদযাপন ৷

09:14 February 11

  • শাস্ত্রী পার্ক কেন্দ্রে চলছে ভোট গণনা ৷

09:05 February 11

AAP সাংসদ সঞ্জয় সিং বলেন,

  • শেষ ফলাফলের জন্য অপেক্ষা করছি ৷
  • আমরা আজ বিপুল জয় পেতে চলেছি ৷

09:05 February 11

  • দ্বারকা কেন্দ্রের স্ট্রং রুমে সমস্ত EVM সাজিয়ে রাখা রয়েছে ৷

09:04 February 11

AC-55 ত্রিলোকপুরির রিটার্নিং অফিসার সঞ্জীব কুমার জানালেন,

  • মোট 13টি রাউন্ডে গণনা চলছে ৷
  • এখন পোস্টাল ব্যালটের গণনা চলছে ৷
  • সকাল 9টা নাগাদ গণনার প্রথম রাউন্ড শেষ হবে ৷

09:02 February 11

  • অক্ষরধাম কেন্দ্রে উপস্থিত হয়েছেন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া ও BJP প্রার্থী রবি নেগি ৷

08:50 February 11

  • গোল মার্কেট কেন্দ্রে চলছে ভোট গণনা ৷

08:29 February 11

  • মহারানি বাগের কেন্দ্রে চলছে ভোট গণনা ৷

08:02 February 11

  • কানপুরে আম আদমি পার্টির সমর্থকরা মন্দিরে পুজো দিলেন ৷

07:51 February 11

  • নিজের বাড়িতে গণনার আগে পুজো দিলেন দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া ৷

তিনি বলেন,

  • আজ জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী ৷
  • গত পাঁচ বছর ধরে মানুষের জন্য আমরা কাজ করে আসছি ৷

07:50 February 11

দিল্লি BJP-র প্রধান মনোজ তিওয়ারি বলেন,

  • আমি বিচলিত নই ৷
  • আমি আত্মবিশ্বাসী ৷
  • আজকের দিনটা BJP-র জন্য ভালো ৷
  • আজ আমরা দিল্লিতে ক্ষমতায় আসছি ৷
  • অবাক হবেন না যদি আমরা 55টি আসনে জয়লাভ করি ৷

07:28 February 11

  • BJP নেতা বিজয় গোয়েল গণনা শুরুর আগে পুজো দিলেন হনুমান মন্দিরে ৷

07:27 February 11

  • সকাল আটটা থেকে মোট 70টি আসনের ভোট গণনা শুরু হবে ৷
  • আম আদমি পার্টির এক সমর্থক ভোরেই তাঁর সন্তানদের নিয়ে দিল্লি পৌঁছেছেন ৷
  • চলে গেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির সামনে ৷

07:22 February 11

  • আটটা থেকে শুরু ভোট গণনা ৷
  • গোটা দিল্লি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷
  • আম আদমি পার্টির সদর কার্যালয়ের সামনে ভিড় দলীয় কর্মী-সমর্থকদের ৷

07:05 February 11

  • আটটা থেকে শুরু ভোট গণনা ৷
  • গোটা দিল্লি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে ৷
  • আম আদমি পার্টির সদর কার্যালয়ের সামনে ভিড় দলীয় কর্মী-সমর্থকদের ৷
Last Updated : Feb 11, 2020, 5:53 PM IST

ABOUT THE AUTHOR

...view details