পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পক্সে মৃত শ্রমিকের দেহ অস্বীকার পরিবারের, শেষকৃত্য দিল্লি পুলিশের

মৃতদেহ নিতে রাজি হয়নি পরিবার । হাসপাতালে এক সপ্তাহ পড়ে থাকার পর দায়িত্ব নেয় দিল্লি পুলিশ ।

delhi
দিল্লি পুলিশ

By

Published : Apr 24, 2020, 12:30 PM IST

Updated : Apr 24, 2020, 7:36 PM IST

দিল্লি, 24 এপ্রিল : দিল্লিতে কাজে এসে আটকে পড়েছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা । চিকেন পক্সে আক্রান্ত হয়ে ভরতি ছিলেন দিল্লির সফদারগঞ্জ হাসপাতালে । সেখানেই 14 তারিখ মৃত্যু হয় তাঁর । বাড়িতে খবর দিলেও লকডাউনের জেরে তড়িঘড়ি বাড়ি থেকে দিল্লি আসতে পারেননি কেউ । প্রায় এক সপ্তাহ হাসপাতালেই পড়ে ছিল দেহ । হাসপাতালে পড়ে থাকার কারণে কোরোনা সংক্রমণ হতে পারে এমন ভেবেও দেহ নিতে অস্বীকার করে পরিবার । এই পরিস্থিতিতে আজ তাঁর শেষকৃত্যের কাজ সম্পন্ন করল দিল্লি পুলিশ । পরিবারের সম্মতিতে ভরত নগর থানার পুলিশ কর্মীরাই শেষকৃত্যের কাজ করেন ।

পুলিশের তরফে জানা যায়, উত্তপ্রদেশের গোরখপুরের চৌরিচৌরার বাসিন্দা সুনীল নামে ওই ব্যক্তি দিল্লিতে শ্রমিকের কাজ করতেন । লকডাউন ঘোষণার পর বাড়ি ফিরতে পারেননি তিনি । ফলে দিল্লিতেই থেকে গেছিলেন । এপ্রিলের শুরু দিকে তাঁর চিকেন পক্স হয় । চিকিৎসার জন্য ভরতি করা হয় দিল্লির সফদারগঞ্জ হাসপাতালে । সেখানেই 14 তারিখ তাঁর মৃত্যু হয় । হাসপাতাল কর্তৃপক্ষের তরফে মৃত্যুর খবর পরিবারে জানানো হলেও লকাডাউনের জেরে তাঁরা আসতে পারেননি । ফলে দেহ পড়ে থাকে হাসপাতালেই । পরে ফের হাসপাতালের তরফে পরিবারে যোগাযোগ করা হলে তারা জানায়, হাসপাতালে থাকার জন্য সুনীলের কোরোনা সংক্রমণ হতে পারে । তা থেকে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে পরিবারের বাকি সদস্যদের দেহে । সেকারণে সুনীলের দেহ নেবে না । এরপর সাহায্য়ের হাত বাড়ায় ভরত নগর পুলিশ । হাসপাতাল থেকে দেহ নিয়ে গিয়ে তাঁরাই শেষকৃত্যের কাজ করেন ।

পুরো বিষয়টি জানা জানি হয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ট্যাগ করা টুইটারের একটি পোস্ট থেকে । টুইটারের পোস্টটি দেখে গোরখপুরের DM-কে বিষয়টি দেখার নির্দেশ দেন আদিত্যনাথ । এরপর দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানানো হয় । দিল্লি পুলিশ, আজ শেষকৃত্যের পর চিতাভস্ম সুনীলের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে ।

Last Updated : Apr 24, 2020, 7:36 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details