দিল্লি, 27 জানুয়ারি : সাধারণতন্ত্র দিবসের দিনে কৃষকদের ট্রাক্টর র্যালিতে হিংসার ঘটনায় মোট 22টি এফআইআর দাখিল করেছে দিল্লি পুলিশ ৷ বুধবার সাংবাদিক বৈঠক করে একথা জানিয়ে দিলেন দিল্লি পুলিশের আধিকারিকরা ৷
এফআইআরগুলি দাখিল করা হয়েছে অশান্তি, সরকারি সম্পত্তির ক্ষতি ও অস্ত্র নিয়ে সরকারি কর্মচারীদের উপর আক্রমণের অভিযোগে ৷ অপরাধীদের চিহ্নিত করতে পুলিশ সেইদিনের ভিডিয়ো ফুটেজ ভালো করে খতিয়ে দেখছে বলে আজ জানান দিল্লি পুলিশের আধিকারিকরা ৷
দিল্লি, হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশের যৌথ সম্মতিতে হওয়া ট্র্যাক্টর র্যালি গিরে হিংসার ঘটনায় মোট 86 জন পুলিশকর্মী জখম হয়েছেন ৷ 6 থেকে 7 হাজার ট্রাক্টর নিয়ে কৃষকরা 26 তারিখ সকাল সাড়ে আটটা নাগাদ র্যালি করে ৷ আগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী তাদের সঞ্জয় গান্ধি ট্রান্সপোর্ট নগর পৌঁছে ডান দিকে যাওয়ার কথা ছিল ৷ যদিও বিক্ষোভকারীরা ঘোড় সওয়ার হয়ে হাতে তলোয়ার ও অন্য অস্ত্র নিয়ে পুলিশের উপর আক্রমণ করে ও মুকরবা চক ও ট্রান্সপোর্ট নগরের মধ্যে পুলিশের অনেকগুলি ব্যারিকেড ভাঙে ৷ বিবৃতিতে একথা জানায় দিল্লি পুলিশ ৷