দিল্লি, 2 মার্চ : রাজধানীর দক্ষিণ-পূর্ব ও পশ্চিম প্রান্তে কোনও অশান্তি নেই বলেই গতরাতে জানিয়ে দিল দিল্লি পুলিশ ৷ পাশাপাশি, সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে অকারণে গুরুত্ব দিতেও নিষেধ করা হয়েছে দিল্লি পুলিশের তরফে ৷ হিংসার ভুয়ো খবর ছড়ানোর জন্য ইতিমধ্যে বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ ৷
নাগরিকত্ব সংশোধনী আইনের সমর্থনকারী ও বিরোধী গোষ্ঠীর সংঘর্ষে গত সপ্তাহেই অগ্নিগর্ভ হয়ে উঠেছিল রাজধানী ৷ হিংসায় প্রাণ হারিয়েছেন 46 জন ৷ জখম হয়েছেন শতাধিক ৷ সেই হিংসার আঁচ এখনও পুরোপুরি কমেনি ৷ পরিবেশ অনেকটাই থমথমে ৷ দিল্লি হিংসার ঘটনায়, CPI(M)-এর রাজ্যসভার সাংসদ কে কে রাগেশকে সাসপেনশন নোটিশ পাঠানো হয়েছে ৷ এরইমধ্যে গতকাল নতুন করে বেশ কিছু হিংসার খবর প্রকাশ্যে আসে রাজধানীর একাধিক এলাকা থেকে ৷ এরপরেই কোনওরকম গুজবে কান না দেওয়ার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয় পুলিশের তরফে ৷