পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা চিকিৎসায় দিল্লির হোটেল ও ব্যাঙ্কোয়েটে 20,000 বেডের ব্যবস্থা করা হবে - দিল্লির হোটেল, ব্যাঙ্কোয়েটে কোরোনার বেড

সূত্রের খবর, কোরোনা চিকিৎসার জন্য আগামী সপ্তাহের মধ্যে দিল্লির ব্যাঙ্কোয়েট ও হোটেলগুলিতে 20,000 শয্যার আয়োজন করা হচ্ছে। এর জন্য মোট 80টি ব্যাঙ্কোয়েট হল এবং 40টি হোটেলকে চিহ্নিত করা হয়েছে।

দিল্লি কোরোনা ভাইরাস
দিল্লির হোটেল, ব্যাঙ্কোয়েটে কোরোনার বেড

By

Published : Jun 15, 2020, 8:03 AM IST

দিল্লি, 14 জুন: রাজধানী দিল্লিতে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা। যা উদ্বেগ বাড়িয়েছে দিল্লি সরকারের। তাই এবার কোরোনা চিকিৎসার জন্য এক সপ্তাহের মধ্যে দিল্লির হোটেল ও ব্যাঙ্কোয়েটগুলিতে 20,000 বেডের ব্যবস্থা করতে চলেছে দিল্লি সরকার। ইতিমধ্যেই দিল্লিতে কোরোনা চিকিৎসার জন্য বেডের আকাল দেখা দিয়েছে। তাই এই পরিস্থিতিকে সামাল দিতে শহরের হোটেল এবং ব্যাঙ্কোয়েটগুলিকে কাজে লাগাতে চলেছে কেজরিওয়ালের সরকার।

সূত্রের খবর, দিল্লির 80টি ব্যাঙ্কোয়েট হলে 11,000 শয্যার ব্যবস্থা করা হবে। এই ব্যাঙ্কোয়েটগুলি স্থানীয় নার্সিংহোমের সঙ্কে যুক্ত থাকবে। অন্যদিকে 40টি হোটেলে রাখা হবে 4,000টি বেড। এই হোটেলগুলি যুক্ত থাকবে স্থানীয় বেসরকারি হাসপাতালের সঙ্গে। রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত 38,000-র কাছাকাছি কোরোনা পজ়িটিভ কেস হয়েছে। দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া জানিয়েছেন, “যেভাবে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে তা দেখে আশঙ্কা করা হচ্ছে জুলাইয়ের শেষের দিকে এই সংখ্যাটা 5.5 লাখে পৌঁছে যাবে ।” দিল্লির এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

কোরোনা সংক্রমণে ভারতের মধ্যে দিল্লি এখন তৃতীয় স্থানে রয়েছে। এর আগে রয়েছে মহারাষ্ট্র এবং তামিলনাড়ু। প্রতিদিনই এখানে 2,000-র উপরে পজ়িটিভ কেস হচ্ছে। বিষয়টি নিয়ে খুবই চিন্তিত দিল্লি সরকার। তাই কোরোনা চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়ে প্রস্তুত থাকতে চাইছে কেজরিওয়াল সরকার।

গতকালই দিল্লির সরকার নির্দেশ দিয়েছে, সেখানকার প্রতিটি নার্সিংহোমকে কোরোনা রোগীর জন্য 10 থেকে 49 টি বেড রাখতে হবে। ফলে কোরোনার চিকিৎসার জন্য আরও 5000টি বেড পাওয়া যাবে। দিল্লিতে যেসব হোটেলগুলি কোরোনা হাসপাতালে রূপান্তরিত হয়েছে ইতিমধ্যে সেখানে কোরোনা চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। সূত্রের খবর, প্রত্যেক জেলাশাসককে এই নতুন গাইডলাইন পালন করার নির্দেশ দেওয়া হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details