পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

169 দিন পর গড়াল দিল্লি মেট্রোর চাকা - DMRC

চালু হল দিল্লি মেট্রোর পরিষেবা । সময়পুর বদলি থেকে হুডা সিটি সেন্টার পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয় । যাত্রীরা সবরকম স্বাস্থ্যবিধি মেনে মেট্রোয় যাতায়াত করছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ ।

Delhi Metro
Delhi Metro

By

Published : Sep 7, 2020, 10:16 AM IST

Updated : Sep 7, 2020, 10:55 AM IST

দিল্লি, 7 সেপ্টেম্বর : টানা 169 দিন পর ফের ঘুরল দিল্লি মেট্রোর চাকা । লকডাউনের কারণে 169 দিন বন্ধ থাকার পর আজ সকাল সাতটা থেকে পুনরায় চালু হল দিল্লির মেট্রো পরিষেবা । সমস্ত স্বাস্থ্যবিধি মেনে হরিয়ানার গুরুগ্রামের হুডা সিটি সেন্টার মেট্রো স্টেশন থেকে দিল্লির সময়পুর বদলি মেট্রো স্টেশনের উদ্দেশে রওনা দেয় প্রথম মেট্রোটি । প্রথম পর্যায়ে, সময়পুর বদলি থেকে হুডা সিটি সেন্টারের মধ্যে ইয়েলো লাইনে মেট্রো পরিষেবা পুনরায় শুরু হল । রাজীব চক মেট্রো স্টেশনের বাইরে যাত্রীদের লাইনও দেখা যায় ।

দিল্লির যুগ্ম পুলিশ কমিশনার (ট্র্যাফিক) অতুল কাটিয়ার বলেন, "প্রত্যেক যাত্রীর মাস্ক পরা বাধ্যতামূলক এবং সামাজিক দূরত্বের নিয়মাবলী যাতে মেনে চলা হয় তার জন্য আমরা প্রতিটি মেট্রো স্টেশনে পুলিশ মোতায়েন করেছি ।"

22 মার্চ থেকে দীর্ঘ পাঁচ মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর, আজ থেকে তিনটি পর্যায়ে পুনরায় পরিষেবা চালু হল দিল্লি মেট্রো । তবে, শুধুমাত্র জরুরি প্রয়োজনেই মেট্রো ব্যবহারের জন্য জনসাধারণকে অনুরোধ করেছে কর্তৃপক্ষ । গতকালই দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) পুনর্বিবেচনা করে জানায়, কনটেনমেন্ট জ়োনে অবস্থিত স্টেশনগুলি আপাতত বন্ধ থাকবে । নগর পরিবহনের আধিকারিকরা এর আগে সতর্ক করেছিলেন, "সামাজিক দূরত্বের নিয়ম না মানা হলে" কয়েকটি স্টেশনে থামবে না ট্রেন ।"

প্রথম দু'দিন সকাল সাতটা থেকে এগারোটা পর্যন্ত এবং বিকেল চারটে থেকে রাত আটটা পর্যন্ত পরিষেবা চালু থাকবে । আপাতত 57টি মেট্রো 462টি ট্রিপে চলাচল করবে । 9 সেপ্টেম্বর থেকে অন্য লাইনগুলিতেও পরিষেবা চালু হবে বলে জানিয়েছে DMRC । আজ ও আগামীকাল শুধুমাত্র ইয়েলো লাইন (49 কিলোমিটার স্প্যানে 37টি স্টেশন - 20টি ভূগর্ভস্থ এবং 17টি এলিভেটেড) সকালে চার ঘণ্টা (সকাল 7টা থেকে 11টা) এবং সন্ধেয় চার ঘণ্টা (বিকেল 4টে থেকে সন্ধে 8টা অবধি) চালু থাকবে ।

দিল্লি মেট্রোর এক প্রবীণ আধিকারিক বলেন, "কেবলমাত্র জরুরি প্রয়োজনেই যাত্রীদের মেট্রোয় যাতায়াতের অনুরোধ করছি এবং অসুস্থ থাকলে মেট্রো এড়িয়ে চলাই ভালো ।" যাত্রী সহায়তার জন্য পুরো নেটওয়ার্কজুড়ে প্রায় এক হাজার অতিরিক্ত কর্মী মোতায়েন করা হয়েছে ।

চালু হল দিল্লি মেট্রোর পরিষেবা...

আনলক 4-এর গাইডলাইনে মেট্রো চালানোর অনুমতি দিয়েছে কেন্দ্র । যার পরেই মেট্রো চালানোর প্রাথমিক রূপরেখা ঘোষণা করে দিল্লি সরকার । জানানো হয়েছে, কামরায় বাতানুকূল ব্যবস্থা থাকবে না । মাস্ক, থার্মাল স্ক্রিনিং, হ্যান্ড স্যানিটাইজ়ারের ব্যবস্থা করার পাশাপাশি শুধুমাত্র স্মার্ট কার্ডেই যাতায়াত করা যাবে বলেও জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ । সংক্রমণ ছড়ানোর ভয় থাকায় যাত্রীদের কোনও টোকেন দেওয়া হবে না । দিল্লি মেট্রো যাত্রীদের হালকা ভ্রমণ করতে এবং এন্ট্রি পয়েন্টগুলিতে ধাতব জিনিস বহন না করার পরামর্শ দিয়েছে । মেট্রো কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, "ভ্রমণের সময় কেবল পকেট সাইজ়ের হ্যান্ড স্যানিটাইজ়ার রাখুন । নিরাপত্তার দিক থেকে 30 মিলিলিটারের বেশি স্যানিটাইজ়ার নিয়ে মেট্রোয় ভ্রমণের অনুমতি দেওয়া হবে না ।"

Last Updated : Sep 7, 2020, 10:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details